Placeholder canvas

Placeholder canvas
HomeScrollস্বাভাবিকের পথে সন্দেশখালি, ৪ জায়গায় উঠল ১৪৪ ধারা
Sandeshkhali Incident

স্বাভাবিকের পথে সন্দেশখালি, ৪ জায়গায় উঠল ১৪৪ ধারা

Follow Us :

সন্দেশখালি: সন্দেশখালি নিয়ে শাসকদল এবার ময়দানে। যাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ হয়েছে তারা গ্রেফতারর হয়েছে। লিজের টাকা ফেরত দিতে নথিভুক্ত করা হচ্ছে বঞ্চিতদের নামের তালিকা। রবিবার উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালি ১ নম্বর ব্লকের চেহারা অঞ্চলে রাজ্য তৃণমূলের নেতৃত্বে এক প্রতিনিধিদল যান সেখানে। হয় বিশাল কর্মীসভাও। ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, মন্ত্রী বিরবাহ হাঁসদা সহ সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাত ও একাধিক নেতৃত্ব। আগামী দিনে সন্দেশখালি কাণ্ড নিয়ে কীভাবে শাসকদল এগিয়ে যাবে তা খাতাকলমে বুঝিয়ে দিলেন।

ইতিমধ্যে সন্দেশখালি বঞ্চিতদের নামের তালিকা তৈরি করা হচ্ছে। তাঁরা যে অর্থ পান, তা ফিরয়ে দেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে শাসকদল। তাই সন্দেশখালিকে স্বাভাবিক ছন্দে ফেরাতে বঞ্চিতদের টাকা দেওয়ার কথা আগেই ঘোষণা করে শাসকদল। আগামী দিনে সন্দেশখালিতে এক বিশাল জনসভা হবে তার মধ্যেই এক কর্মীসভার মধ্য দিয়ে প্রস্তুতি সভার সেরে নিলেন তৃণমূল।

আরও পড়ুন: অন্তঃসত্ত্বা বধূর রহস্যজনক মৃত্যু, গ্রেফতার স্বামী-শ্বশুর

তৃণমূলের দাবি, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা গ্রেফতার হয়েছে। আমরা কারওর মুখ বন্ধ করিনি, আমরা সন্দেশখালি মানুষের কথা শোনার জন্যই যাচ্ছি। পাশাপাশি ১৬টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটি গ্রাম পঞ্চায়েতের দু-একটা বুথে এই ঘটনা ঘটেছে। মানুষ আমাদের পাশে আছে তা আগামী দিন সন্দেশখালিতে জনসভার মধ্য দিয়ে আমরা বুঝিয়ে দেব। প্রশ্ন হচ্ছে বঞ্চিতদের লক্ষ লক্ষ টাকা সরকারি কোন খাত থেকে দেওয়া হবে।

এদিকে সন্দেশখালি দু’নম্বর ব্লকে সাতটি গ্রাম পঞ্চায়েতের মধ্য ১৯টি জায়গায় ১৪৪ধারা জারি ছিল। তার মধ্যে ৪টি জায়গায় আজ ১৪৪ ধারা তুলে দেওয়া হল। বাকি ১৫টি জায়গা ২১ ফেব্রুয়ারি দুপুর ১২টার পর ১৪৪ ধারা তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন বসিরহাট পুলিশ সুপার হাসান মেহেদী রহমান।

দেখুন আরও অন্যান্য খবর: 

RELATED ARTICLES

Most Popular