Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যপ্রয়োজনে হাসপাতালকেই স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে দিতে হবে, নির্দেশ স্বাস্থ্য দফতরের

প্রয়োজনে হাসপাতালকেই স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে দিতে হবে, নির্দেশ স্বাস্থ্য দফতরের

Follow Us :

কলকাতা: অনেক নার্সিংহোম স্বাস্থ্যসাথীর কার্ড অবহেলা করছে। সরকারি প্রকল্পকে মান্যতা না দিলে লাইসেন্স বাতিল হতে পারে। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সোমবারই শিলিগুড়ি থেকে কড়া বার্তা দিয়েছিলেন মমতা। মুখ্যমন্ত্রীর হুশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই নতুন অ্যাডভাইজারি প্রকাশ করল স্বাস্থ্য দফতরের অধীনস্থ স্বাস্থ্যসাথী সমিতি।

স্বাস্থ্যসাথী সমিতি দু’টি পৃথক অ্যাডভাইজারি জারি করেছে। সমস্ত ধরনের সরকারি হাসপাতালগুলির জন্য একটি অ্যাডভাইজারি দিয়েছে সমিতি। বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলির জন্য পৃথক অ্যাডভাইজারি জারি করা হয়েছে। চিকিৎসার বিষয়ে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে অ্যাডভাইজারিতে।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে ভোটে জিতলেই ‘বাংলার দেখানো পথে’ নিখরচায় ১০ লক্ষ টাকার চিকিৎসা, টুইট প্রিয়াঙ্কার

বেসরকারি নার্সিংহোম এবং হাসপাতালগুলি বহু ক্ষেত্রেই সরকার নির্ধারিত প্যাকেজের বাইরে গিয়ে নিজেদের মতো করে বিল পাঠাচ্ছে স্বাস্থ্য দফতরের কাছে। তাদের উদ্দেশে কড়া বার্তা দেওয়া হয়েছে অ্যাডভাইজারিতে। বলা হয়েছে, সরকার নির্ধারিত ১৯০০টি ‘স্পেসিফায়েড প্যাকেজ’ মেনেই চিকিৎসা করতে হবে। প্যাকেজ বহির্ভূত খরচ কোনওভাবেই নেওয়া যাবে না।

এমার্জেন্সি কেসে কিছুটা ছাড় মিলবে। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, এমার্জেন্সি কেসের ক্ষেত্রে হাসপাতালে ভর্তির দিন ৫ হাজার টাকা পর্যন্ত প্যাকেজ-বহির্ভূত বিল করা যাবে। ওষুধ এবং বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রের সরকারের ফেয়ার প্রাইস সেন্টারের দাম কিংবা সরকার নির্ধারিত দাম অনুযায়ী বিল করতে হবে। জেনেরিক ওষুধ ব্যবহারের নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভুয়ো স্বাস্থ্য সাথী কার্ড বানিয়ে গ্রেফতার এক ব্যবসায়ী

সরকারি হাসপাতালগুলিকে বলা হয়েছে, কোনও রোগীকে ইনডোরে ভর্তি করানোর ক্ষেত্রে বিশেষ নিয়ম মানতে হবে। সংশ্লিষ্ট রোগীর স্বাস্থ্যসাথী বা অন্য কোনও স্বাস্থ্য প্রকল্পের কার্ড থাকলে তার আওতায় চিকিৎসা হবে তাঁর। স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও কেন্দ্রীয় হেলথ স্কিম বা ইএসআইয়ের কার্ড থাকলেও চলবে বলে জানানো হয়েছে স্বাস্থ্যসাথী সমিতির অ্যাডভাইজারিতে।

হাসপাতালে ভর্তি হওয়ার সময় স্বাস্থ্যসাথী কার্ড না থাকার কারণে অনেক সময়ই ফিরিয়ে দেওয়া হয় বলে একাধিকবার অভিযোগ উঠেছে। অ্যাডভাইজারিতে বলা হয়েছে, কোনও রোগী স্বাস্থ্যসাথী কার্ড আনতে ভুলে গেলেও তাঁকে ভর্তি নিতে হবে। আধার কার্ডের নম্বরের ভিত্তিতে ভর্তি নিতে হবে। কার্ড না থাকলে হাসপাতাল কর্তৃপক্ষকে কার্ড করানোর ব্যবস্থা করতে হবে।

RELATED ARTICLES

Most Popular