Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরSiliguri: পেটের দায়ে অবৌধভাবে বালি চুরি করতে গিয়ে ধসে মৃত ৩

Siliguri: পেটের দায়ে অবৌধভাবে বালি চুরি করতে গিয়ে ধসে মৃত ৩

Follow Us :

শিলিগুড়ি: রাতের অন্ধকারে বালি চাপা পড়ে মৃত্যু ৩। সোমবার (Monday) ভোর রাতে শিলিগুড়ির (Siliguri) মাটিগারার বানিয়া খারি ত্রিপালি জোত এলাকার ঘটনাটি ঘটেছে৷ যার জেরে এলাকায় নেমে এসেছে তীব্র শোকের ছায়া৷ ঘটনায় মৃতরা হল রোহিত সাহানি, শ্যামল সাহানি ও মুনু কুমার। এর মধ্যে রোহিত সাহানি ও শ্যামল সাহানি নাবালক। তাদের দুজনেরই বয়স ১৫। আর মুনুর বয়স ২০। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাটিগাড়া থানার পুলিশ৷ তারপরেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের (postmortem) জন্য ত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে  (North Bengal Medical College And Hospital) পাঠিয়েছে৷

কাজ না থাকায় পেটের জ্বালায় ভোর রাতে নদী থেকে বালি পাথর চুরি করতে গিয়েছিল ওই তিনজন৷ স্থানীয় সূত্রের খবর, প্রতিদিনের মতো মনু, রোহিত এবং শ্যামলেরা ভোর রাতে বালাসন নদীর পারে গিয়েছিল যদি থেকে বালি তুলতে। সেখানেই নদীর পারে পাথর বালি কাটার সময় আচমকাই ধস নামে। একে অন্ধকার, তার ওপর ধস। আত্মরক্ষার কোনও সুযোগ ছিল না তাদের কাছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন এলাকার বাসিন্দারা৷ তাঁদের দাবি, নদীর ঘাট চালুর জন্য তাঁরা, প্রশাসনকে বার বার অনুরোধ করেছে। কিন্তু কোনও লাভ হয়নি। যার ফলে অকালে তিনটে প্রাণ চলে গেল।

আরও পড়ুন: Arvind Kejriwal: দেশজুড়ে বিরোধীদের সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি, অভিযোগ কেজরির

প্রসঙ্গত, গত জানুয়ারি মাস থেকে বালাসন নদীতে সমস্ত রকম বালি পাথর তোলা ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাতের অন্ধকারে ট্রাকটারে করে অবাধে চুরি হচ্ছে বালি,পাথর। 

RELATED ARTICLES

Most Popular