Placeholder canvas

Placeholder canvas
HomeScrollঅভিমানে ঘরে বসে থাকবেন না, বার্তা তৃণমূল জেলা সভাপতির

অভিমানে ঘরে বসে থাকবেন না, বার্তা তৃণমূল জেলা সভাপতির

Follow Us :

বাঁকুড়া: অভিমান করে বসে থাকবেন না প্রকাশ্য সভায় দলীয় নেতাদের বার্তা জেলা তৃণমূল সভাপতির। বুধবার সন্ধ্যায় বাঁকুড়ার কোতুলপুরে তৃণমূলের সভায় এমনই মন্তব্য অরূপ চক্রবর্তীর। কাটমানি না পাওয়ার জন্য অভিমান কটাক্ষ বিজেপির।

গতকাল ওই সভা থেকে অরূপ বলেন, দলের কিছু নেতা অভিমান করে বসে আছেন। পদ না পেলে বা পদ থেকে সরিয়ে দেওয়া হলেই তাঁরা গুম হয়ে বসে যাচ্ছে। এইভাবেই তো আমরা পিছিয়ে যাচ্ছি। প্রকাশ্যে সভায় দলের অভ্যন্তরীন সমস্যার কথা বলে বেশ অস্বস্তিতে শাসক শিবির। এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। তৃণমূলের পদ শুধু কাটমানির জন্য, আর তা নিয়ে এদের গোষ্ঠীদ্বন্দ্ব তা এদের কথাতেই পরিষ্কার বলে মন্তব্য বিজেপির।

আরও পড়ুন: রাজ্য মানবাধিকার কমিশনের বৈঠক বয়কট শুভেন্দুর

কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন ইস্যূকে সামনে রেখেই গতকাল সন্ধ্যায় কোতুলপুর নেতাজী মোড়ে সভা করে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল। সেই সভায় হাজির ছিলেন রাজ্য তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, সমীর চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ বাঁকুড়া ও বিষ্ণপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব। ওইদিনের সভায় বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা তালডাংরা বিধায়ক অরূপ চক্রবর্তী দলের অভ্যন্তরীন সমস্যার কথা সামনে আনেন। তিনি বলেন, যাঁরা দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করলেন আজ তাঁদের মনে এতো অভিমান কেন। কেন অভিমান করব, কেন পিছিয়ে যাচ্ছি আমরা। আসুন আমরা সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দিল্লিকে দেখিয়ে দিতে চাই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কারও স্থান নেই।

তিনি আরও বলেন, আমরা পদ নিয়ে কাড়াকাড়ি করব না। দল যাঁকে দায়িত্ব দেবে, তাঁকে সেই দায়িত্ব পালন করতে হবে। পদ থেকে সরিয়ে দেওয়া হলে বা পদ না পেলে গুম হয়ে যাব না। কিসের জন্য অভিমান করে বসে থাকবো, এমন জিনিস চলতে পারে না। আমরা দলের সৈনিক, আমার পরিচয় আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। অভিমানীদের দলের সাংগঠনিক কাজে যোগ দেওয়ার আহ্বানও করেন তিনি।

অরূপের এই বক্তব্যকে কটাক্ষ করেছে বিজেপি। এদের পদ হল কাটমানি। পদ থাকলে কাটমানি থাকবে, না থাকলে থাকবে না। এই নিয়ে তো আদি আর নব্যের লড়াই শুরু হয়েছে সেটা প্রকাশ্য দেখা যাচ্ছে।

RELATED ARTICLES

Most Popular