Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরBagdah-Rape: বাগদা গণধর্ষণে পুলিশি হেফাজত দুই বিএসএফ জওয়ানর

Bagdah-Rape: বাগদা গণধর্ষণে পুলিশি হেফাজত দুই বিএসএফ জওয়ানর

Follow Us :

বাগদা: বাগদায় গণধর্ষণের অভিযুক্ত দুই বিএসএফ জওয়ানকে সাত দিনের পুলিসি হেফাজতের নির্দেশ আদালতের। শনিবার ধৃত ওই দুই জওয়ানকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেয়। এই ঘটনার পর থেকেই ওই গৃহবধূ যথেষ্টই আতঙ্কে রয়েছে। রবিবার বাগদায় তৃণমূলের প্রতিবাদ সভার আয়জন করা হয়েছে। এই ঘটনার সুবিচার চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট দেবে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস।

উল্লেখ্য, এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে বাগদা সীমান্তে বিএসএফের ৬৮ নম্বর ব্যাটেলিয়ানের দুই জওয়ানকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। অভিযোগ, বৃহস্পতিবার রাতে উত্তর ২৪ পরগনার জেলার বাগদার রনঘট গ্রাম পঞ্চায়েতের সীমান্ত লাগোয়া জিতপুর বিওপির পাসে চাষের জমিতে বসিরহাটের এক যুবতীকে ওই দুই জাওয়ান গণধর্ষণ করে। নির্যাতিতা ওই মহিলা বাগদা থানায় অভিযোগ জানালে দুই বিএসএফ জওয়ানকে গ্রেফতার করে পুলিশ। 

আরও পড়ুন: BSF: তরুণীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ বিএসএফ জওয়ান

সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার পুলিশ সুপারের কাছ থেকে ইতিমধ্যেই এ ঘটনার রিপোর্ট চেয়েছে বিএসএফ-এর সদর দফতর। তা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। এ প্রসঙ্গে বনগাঁর এসপি তরুণ হালদার জানান, বাগদা থানার অন্তর্গত জিতপুরে এমন অভিযোগ এসেছে। এক মহিলার অভিযোগের ভিত্তিতে দুজন বিএসএফ জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নজরে রাখাক হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular