Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাFIFA WC 2022: খাদের কিনারায় দাঁড়ানো জার্মানি, বেলজিয়ামের অগ্নিপরীক্ষা আজ রাতে

FIFA WC 2022: খাদের কিনারায় দাঁড়ানো জার্মানি, বেলজিয়ামের অগ্নিপরীক্ষা আজ রাতে

Follow Us :

একেবারে খাদের কিনা থেকে দাঁড়িয়ে আর্জেন্টিনা (Argentina) সসম্মানে পাশ করে গিয়েছে। তেমন কিছু করতে পারবে কি জার্মানি (Germany), বেলজিয়াম (Belgium)? ফিফা বিশ্বকাপে (FIFA World Cup 2022) ইউরোপের দুই সুপার পাওয়ারের ভাগ্যপরীক্ষা হতে চলেছে আজ, বৃহস্পতিবার রাতে। গ্রুপ এফ-র দল বেলজিয়ামের সামনে হিসেবে সোজা, গতবারের রানার্স ক্রোয়েশিয়াকে হারাতেই হবে। তবে গ্রুপ ই-তে থাকা জার্মানিকে শুধু নাভাসের কোস্টারিকাকে হারালেই চলবে না, চাইতে হবে জাপান যেন স্পেনের বিরুদ্ধে হারে। কারণ স্পেনের বিরুদ্ধে জাপান পয়েন্ট পেলে, নক আউটে ওঠার প্রশ্নে এসে পড়বে গোলপার্থক্যের বিষয়টা। সোজা কথায়, জার্মানি আর বেলজিয়ামের নক আউটে ওঠার কাজটা বিশেষ সহজ হবে না। স্পেনের কাছে অবশ্য বিষয়টা সহজই বটে। কারণ প্রথম ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে ৭-০ জিতে থাকায়, তাদের গোলপার্থক্যের বিষয়টা পক্ষেই থাকছে। স্পেন শুধু একটা শর্তেই বিদায় নিতে পারে। তাহলে জাপানের কাছে হার, আর সেই সঙ্গে কোস্টারিকা হারাবে জার্মানিকে। সে ক্ষেত্রে গ্রুপ অফ ডেথের ফেভারিট দুই দল বিদায় নিয়ে, আন্ডারডগরা নক আউটে যাবে।

বেলজিয়ামের কাছে কাজটা আরও কঠিন কারণ চলতি বিশ্বকাপে এখনও অপরাজিত ক্রোটরা সব সময় এই ধরনের পরিস্থিতিতে ভাল খেলে, আর লুকাকুদের দলের অন্দরে মনোমালিন্য। এদিকে আগেই বিদায় নেওয়া কানাডার বিরুদ্ধে অন্তত ড্র করলেও নক আউটে ওঠা নিশ্চিত মরক্কোর। 

আরও পড়ুন-Qatar World Cup: মেসির বিশ্বকাপ স্বপ্ন অটুট রাখল তাঁর পরবর্তী প্রজন্ম

মরক্কো শেষবার বিশ্বকাপের নক আউটে উঠেছিল, যেবার দিয়েগো মারাদোনার  আর্জেন্টিনা কাপ জিতেছিল। কানাডাকে হারিয়েই ৩৬ বছর পর প্রি কোয়ার্টার ফাইনালে উঠতে চাইছে মরক্কো। এদিক, কাতার, ইরান, সৌদি আরবের পর বিদায়ের পর এশিয়ার পতাকা হাতে আজ রাতে স্পেনের বিরুদ্ধে নামছে জাপান। জার্মানিকে প্রথম ম্যাচে ২-১ গোলে হারিয়ে চমকে দেওয়া জাপান তাদের পরের খেলা কোস্টারিকার কাছে হেরে গিয়েছিল। সূর্যোদয়ের দেশের কাছে এদিন শেষ সুযোগ।  

আজ বিশ্বকাপে

ক্রোয়েশিয়া বনাম বেলজিয়াম

কানাডা বনাম মরক্কো

(দুটি ম্যাচই শুরু রাত সাড়ে ৮টা থেকে)

স্পেন বনাম জাপান

জার্মানি বনাম কোস্টারিকা
(দুটি ম্যাচই শুরু রাত সাড়ে ১২টা থেকে)

কালকের ফল

ফ্রান্স (০) তিউনিসিয়া (১)
সেনেগাল (২) ইকুয়েডর (১)

RELATED ARTICLES

Most Popular