Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাHistory Of Khelo India Youth Games: খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে কোন রাজ্য...

History Of Khelo India Youth Games: খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে কোন রাজ্য ফেভারিট? জানতে পড়ুন

Follow Us :

ভোপাল: খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে (Khelo India Youth Games) কতগুলি স্পোর্টিং ইভেন্ট হয়? কী এর ইতিহাস? কোন রাজ্য বরাবরের ফেভারিট? দেখে নেওয়া যাক একনজরে- একেবারে যদি ২০১৮ সালে প্রথম সংস্করণের দিকে চোখ রাখা হয়, সেক্ষেত্রে দেখা যাবে ১৬টি নানাবিধ স্পোর্টিং ইভেন্ট হয়। পদকের নিরিখে হরিয়ানাকে বাজিমাৎ মহারাষ্ট্র। তৃতীয় স্থানে শেষ করে দিল্লি। ২০১৯ সালের দ্বিতীয় সংস্করণে ১৮টি স্পোর্টিং ইভেন্ট হয়।এবারে পদকের নিরিখে মহারাষ্ট্রকে পালটা হারায় হরিয়ানা। তৃতীয় স্থানে দিল্লি। ২০২০ সালে অসমে আয়োজিত খেলো ইন্ডিয়া গেমসের তৃতীয় সংসকরণে ২০টি নানাবিধ স্পোর্টিং ইভেন্ট হয়।এবারেও হরিয়ানাকে টেক্কা দেয় মহারাষ্ট্র। তৃতীয় স্থানে শেষ করে দিল্লি। ২০২১ সালের চতুর্থ সংসকরণে ২৫টি নানাবিধ স্পোর্টিং ইভেন্ট আয়োজিত হয়। এবারেও মহারাষ্ট্রকে টেক্কা দেয় হরিয়ানা। তৃতীয় স্থানে শেষ করে কর্ণাটক।

কী উদ্দেশে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের আয়োজন? ২০১৮ সাল থেকে ভারতীয় তরুণ প্রতিভাদের খোঁজে শুরু হয় খেলো ইন্ডিয়া গেমস। গ্রাসরুট লেভেল থেকে প্রতিভা অন্বেষণই মূল উদ্দেশ্য এই স্পোর্টিং ইভেন্টের। এখান থেকে উঠে আসা খেলোয়াড়রাই পরবর্তীতে দেশে-বিদেশের বিভিন্ন স্পোর্টিং ইভেন্টে পদক আনবে বলে আশাবাদী কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।
২০১৮ সালের ৩১ জানুয়ারি থেকে খেলো ইন্ডিয়া স্কুল গেমসের সূচনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৯-এ এই খেলো ইন্ডিয়া স্কুল গেমসের নাম বদলে করা হয় খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে।পুণের শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্স খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের উদ্বোধন করেন সেইসময়ের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌড়। ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি দিল্লির বিজ্ঞানমঞ্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খেলো ইন্ডিয়া অ্যাপের উদ্বোধন করেন। ২০১৮-তে দিল্লি, ২০১৯-এ পুণে, ২০২০-তে গুয়াহাটি, ২০২১-এ হরিয়ানার পঞ্চকুলায় আয়োজিত হয় খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস।

আরও পড়ুনHistory Of Khelo India Youth Games: কী উদ্দেশে শুরু খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস? জানতে পড়ুন

আগামী ৩০ জানুয়ারি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ সূচনা হতে চলেছে এ বছরের ‘খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস’ (Khelo India Youth Games)-এর। আর শেষ হচ্ছে ১১ ফেব্রুয়ারি। এবারের ইয়ুথ গেমস অনুষ্ঠিত হতে চলেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভোপালে।

‘খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস’-এর উদ্বোধন করবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Chouhan)। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন শান, নীতি মোহন, শিবা মানির মতো তারকারা। সন্ধ্যা ৬ টার সময় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। বলা যেতে পারে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসকে ঘিরে এই মুহূর্তে উৎসবমুখর গোটা মধ্যপ্রদেশে। 

খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসকে (Khelo India Youth Games) নিয়ে ‘থিম সং’-এর উদ্বোধন ইতিমধ্যেই হয়ে গিয়েছে।উদ্বোধন করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি জানান, ‘মধ্যপ্রদেশের জন্য জানুয়ারি হচ্ছে সোনালি মাস। খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস- গোটা রাজ্যে খেলাধূলার আবহাওয়া তৈরি করে দিয়েছে। আমি সব খেলোয়াড়দের বলব অবশ্যই লেখাপড়া করো এবং তারসঙ্গে খেলাধূলাও চালিয়ে যাও।খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসকে সাফল্যমণ্ডিত করার জন্য মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে কোনও ত্রুটি রাখা হবে না।’ 
কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nishith Pramanik) বলেন, ‘মধ্যপ্রদেশ ভীষণ সুন্দর এবং বৈচিত্রে ভরা।এই রাজ্য মহাকালের আশীর্বাদপুষ্ট। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রীর প্রচেষ্টায় অতি কম সময়ে রাজ্যের ক্রীড়া বিভাগে বিস্তর পরিবর্তন হয়েছে। অন্য রাজ্যগুলির অবশ্যই শেখা উচিত মধ্যপ্রদেশ থেকে।’ 

উল্লেখ্য, এবারে সব রেকর্ড ভাঙতে চলেছে ‘খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস’ (Khelo India Youth Games)। প্রায় ৭০০০ খেলোয়াড় অংশ নিতে চলেছে এই স্পোর্টিং ইভেন্টে। মধ্যপ্রদেশের ক্রীড়ামন্ত্রী যশোধারা রাজে সিন্ধিয়া (Yashodhara Raje Scindia) বলেন, ‘মুখ্যমন্ত্রীর দক্ষ নেতৃত্বে আমরা জিরো থেকে হিরো হয়েছি।মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের প্রচেষ্টায় মধ্যপ্রদেশ একটি স্পোর্টস হাবের রূপ নিতে চলেছে।’

RELATED ARTICLES

Most Popular