Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকPhilips Layoff: এবার কর্মী ছাঁটাইয়ের পথে ফিলিপ্স, কাজ হারাতে চলেছে ৬...

Philips Layoff: এবার কর্মী ছাঁটাইয়ের পথে ফিলিপ্স, কাজ হারাতে চলেছে ৬ হাজার কর্মী

Follow Us :

একের পর এক সংস্থার কর্মী ছাঁটাই। নতুন বছরের শুরুতেই বিভিন্ন আইটি থেকে টেক সংস্থা (Tech Companies) কর্মী ছাঁটাইয়ের (Layoffs) পথে হেঁটেছে। এই তালিকায় রয়েছে অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, মেটার মতো সংস্থা। এবার সেই তালিকায় যুক্ত হল ফিলিপ্স (Philips) সংস্থাও। শোনা যাচ্ছে, ৬ হাজারের বেশি কর্মীকে ছাঁটাই করতে চলেছে এই সংস্থা। গতবছরও প্রায় চার হাজার কর্মীকে ছাঁটাই করেছে ফিলিপ্স। ফের কর্মী ছাঁটাইয়ের কারণ হিসেবে সংস্থার লোকসান হওয়ার খরচ নিয়ন্ত্রণের জন্য এই ছাঁটাই করা হবে বলে জানানো হয়েছে।

একটি আন্তর্জাতিক সংবাদসংস্থার খবর অনুযায়ী, ফিলিপ্স সংস্থার চিফ এগজিকিউটিভ রয় জেকবস্ এই কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছেন। একইসঙ্গে তিনি আরও জানান, গত বছর তাঁদের সংস্থার অবস্থা খুব খারাপ ছিল। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমনকী ২০২৫ সালের মধ্যে ছহাজারের বেশি কর্মী ছাঁটাই করা হবে ইঙ্গিতও দিয়েছেন কোম্পানির চিফ এগজিকিউটিভ। আগামী অর্থবর্ষে সম্ভবত ৫০ শতাংশ অর্থাৎ ৩ হাজার কর্মী চাকরি খোয়াতে পারে বলে মনে করা হচ্ছে। 

আরও পড়ুন: Poison in Mother Milk: মাতৃদুদ্ধে কীটনাশক? উত্তরপ্রদেশে ১০ মাসে ১১১ নবজাতকের মৃত্যু 

আন্তর্জাতিক সংবাদসংস্থার খবর অনুযায়ী, ২০২২ সালের চতুর্থ ত্রৈমাসিকে ফিলিপ্সের প্রায় ১০৫ মিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে। গতবছরের শেষভাগে এই বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে এই জার্মান সংস্থা। সে কারণেই এই কর্মী ছাঁটাইয়ের হিরিক শুরু হয়েছে।

RELATED ARTICLES

Most Popular