Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাCheteshwar Pujara | 'এলিট'- তালিকায় নাম লেখালেন পূজারা

Cheteshwar Pujara | ‘এলিট’- তালিকায় নাম লেখালেন পূজারা

Follow Us :

আমেদাবাদ:  এক অনন্য মাইলফলকের অধিকারী হলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। বর্ডার-গাভাসকর সিরিজে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন সৌরাষ্ট্রের এই ব্যাটার। এর আগে তিনজন ভারতীয় ব্যাটার এই কীর্তির অধিকারী ছিলেন। এঁরা হলেন- শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar), ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman) এবং রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।

বর্ডার-গাভাসকর সিরিজে এখনও পর্যন্ত ২৪টি টেস্টে ২০১২ রান করেছেন চেতেশ্বর পূজারা। যেখানে ৫টি শতরান এবং ১১টি অর্ধশতরান করেছেন। গড় ৫১.৫৮। এদিন ৪২ রান করে আউট হয়ে যান পূজারা। পুরোপুরি সেট হয়ে গিয়েছিলেন। কিন্তু টড মর্ফির একটি বল বুঝতে না পেরে এলবিডব্লিউ হয়ে যান। 

শেষ খবর পাওয়া অবধি ভারতের স্কোর ২৪৬/৩। শতরান করে ফিরে গিয়েছেন শুভমান গিল। তিনি করেন ১২৮ রান। মারলেন ১২টি বাউন্ডারি এবং ১টি ওভারবাউন্ডারি। রোহিত সেট হয়ে ৩৫ রানের মাথায় আউট হয়ে যান। কুনহেম্যানের বলে লাবুশানেকে ক্যাচ দিয়ে বসেন ‘দ্য হিটম্যান’। দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে ৪০০০ রানের মাইলফলক স্পর্শ বিরাট কোহলির।

টেস্ট ক্রিকেটে তৃতীয় দিন সবথেকে গুরুত্বপূর্ণ। এই দিনেই বোঝা যায় ম্যাচ কোন পক্ষের দিকে ঢলে পড়ছে কিংবা আদৌ মীমাংসা হবে কি না। গত তিনটি টেস্টে অন্যরকম ক্রিকেট হলেও আমেদাবাদে (Ahmedabad) কিন্তু সেই ক্লাসিক্যাল টেস্ট ক্রিকেট দেখা যাচ্ছে। অবশ্যই তার এক ও অদ্বিতীয় কারণ পিচ। ব্যাটিং সহায়ক পিচ ছিল বলেই প্রায় দু’ দিন ব্যাট করে ৪৮০ রান তুলেছে অস্ট্রেলিয়া(Australa)। ম্যাচের নির্ণায়ক ফ্যাক্টর হয়ে উঠতে পারে ভারতীয় ইনিংসের রান রেট। অস্ট্রেলিয়া ৪৮০ করেছে ঠিকই কিন্তু সময় নিয়ে ফেলেছে অনেকটা। ১৮০ রান করতে ৪২২ বল নিয়েছেন উসমান খোয়াজা। স্ট্রাইক রেট ৪২.৬৫। 

 

RELATED ARTICLES

Most Popular