Placeholder canvas

Placeholder canvas
Homeলাইফস্টাইলCorona Update| ফের মাথাচাড়া দিল করোনা ভাইরাস!

Corona Update| ফের মাথাচাড়া দিল করোনা ভাইরাস!

Follow Us :

কলকতা: দেশে ফের লাফিয়ে বাড়তে শুরু করেছে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা। যার জেরে আতঙ্ক বাড়ছে মানুষের মধ্যেও। আবারও কি সেই সব আতঙ্কের দিন ফিরতে চলেছে!

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রবিবারের  রিপোর্ট অনুযায়ী, ১২৯ দিন পরে ভারতে হাজারেরও বেশি নতুন কোভিড-১৯ (Covid 19) সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে মোট ১০৭১ জন ব্যক্তি আক্রান্ত হয়েছেন। সরকারি পরিসংখ্যান অনুসারে, চার মাসে সর্বাধিক আক্রান্ত হল দেশে। সাম্প্রতিককালে মৃত্যু হয়েছে  তিনজন ব্যক্তির । তাঁরা মহারাষ্ট্র, কেরল এবং রাজস্থানের বাসিন্দা। শেষ তিন ব্যক্তির মৃত্যু যোগ করলে এখনও পর্যন্ত দেশে মৃতের সংখ্যা ৫,৩০,৮০২।

আরও পড়ুন:E-Pharmacy | বন্ধ অনলাইন ঔষধ পরিষেবা? করা পদক্ষেপ কেন্দ্রের 

আবারও কি আতঙ্কের দিন ফিরবে দেশে! চিন্তায় চিকিত্সক থেকে প্রশাসন। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত ৭৬টি নমুনা থেকে করোনার উপপ্রজাতি XBB.1.16 -এর হদিশ পাওয়া গিয়েছে। দিল্লিতে ৫, মহারাষ্ট্রে ২৯, কর্নাটকে ৩০, পুদুচেরিতে ৭, তেলঙ্গানায় ২ জনের শরীর থেকে পাওয়া গেছে করোনার এই  উপপ্রজাতি। এর পাশাপাশি  হিমাচল প্রদেশ, গুজরাত, ওড়িশাতে XBB-তে  আক্রান্ত একজন করে। 

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, শনিবার দেশে আক্রান্তের সংখ্যা ছিল  ৮০০। ১২৬ দিন পর দেশে ৮০০ অতিক্রম করেছিল করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার সেই রেকর্ডকে ভেঙে গেল। রবিরারের সন্ধ্যা পর্যন্ত জানা যাচ্ছে,  বর্তমানে গোটা দেশে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫,৩৮৯।
অন্যদিকে দেশে ফের দাপট বাড়াচ্ছে ইনফ্লুয়েঞ্জা (Influenza) ভাইরাস। H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে (Virus) আক্রন্ত হয়ে পুনের পিম্পরি-চিঞ্চওয়াড়ে একজন ৭৩ বছর বয়সী ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, তিনি আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। 

দেশে এখনও পর্যন্ত এই ভাইরাসের জেরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে নয়ে দাঁড়িয়েছে। রিপোর্ট অনুযায়ী, একজন ৮২ বছর বয়সী কর্নাটকের এক ব্যক্তির প্রথম H3N2 আক্রান্ত হয়ে মৃত্যু হয়। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ২ জানুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত দেশে H3N2 ভাইরাসের ৪৫১টি কেস রিপোর্ট করা হয়েছে। অন্যদিকে, ১ জানুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত মহারাষ্ট্রে H3N2-এর ১১৯টি এবং H1N1-এর ৩২৪টি কেস রিপোর্ট করা হয়েছে।

মহারাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের মতে H1N1 সংক্রমণে তিনজনের মৃত্যুর খবর মিলেছে যেখানে ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের কারণে একজনের মৃত্যু হয়েছে। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) অনুসারে H3N2 হল একটি অ-মানব ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। যা সাধারণত শূকরের মধ্যে সঞ্চালিত হয়। কিন্তু এখন তা মানুষকেও সংক্রমিত করেছে। এই ভাইরাসের লক্ষণ গুলি হল জ্বর, শ্বাসকষ্ট এবং নাক দিয়ে জলপড়া। এছাড়াও বমি ভাব বা ডায়েরিয়া অন্তর্ভুক্ত হতে পারে।

 

RELATED ARTICLES

Most Popular