HomeখেলাWorld Boxing Championship | বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা সুইটির, মুখ্যমন্ত্রীর অভিনন্দন

World Boxing Championship | বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা সুইটির, মুখ্যমন্ত্রীর অভিনন্দন

Follow Us :

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে (World Boxing Championship) একইদিনে ভারতের ঘরে জোড়া সোনা। নীতু ঘাংঘাসের (Nitu Ghanghas) পর রাজধানীতে সোনা জয় সুইটি বোরার (Saweety Boora)। শনিবার ভারতের ঘরে বক্সিংয়ে দ্বিতীয় সোনা নিয়ে এলেন সুইটি। লাইট হেভিওয়েট বিভাগের (৮১ কেজি) ফাইনালে রুদ্ধশ্বাস বাউটে চিনা প্রতিদ্বন্দ্বী ওয়াং লিনাকে ৪-৩ ব্যবধানে পরাজিত করেছেন সুইটি। এর কিছুক্ষণ আগেই লাইট ফ্লাইওয়েট অর্থাৎ ৪৮ কেজি ক্যাটাগরিতে স্বর্ণপদক জিতে নেন নীতু ঘাংঘাস। ভারতের সপ্তম বক্সার হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা পদক জিতলেন সুইটি। সুইটিকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি টুইট করে জানিয়েছেন, সুইটি তুমি সারা ভারতকে গর্বিত করলে।

সাম্প্রতিক কালে বক্সিংয়ের রিং-এ সুইটির পারফরম্যান্স নজর কাড়া। এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপেও স্বর্ণপদক জিতেছিলেন এই বক্সার। এ বার বিশ্বসেরা হলেন। এর আগেও দেশে-বিদেশে একাধিক পদক ঝুলিতে ভরেছেন হরিয়ানার মেয়ে৷ ২০১৪ সালে রুপোর পদক জিতেছিলেন ৩০ বছরের এই নামী বক্সার। তিনি বিদেশে ট্রেনিং করেন। তিনি ঘোষিত কংগ্রেস পন্থী ক্রীড়াবিদ। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিলেন রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাতে। রাজস্থানের দৌসাতে রাহুলের মিছিল পৌঁছনোর পরই স্বামী দীপক হুডাকে সঙ্গে নিয়ে সেই যাত্রায় পা মেলান সুইটি। 

আরও পড়ুন:IPL 2023 | Prithvi Shaw | এবারের আইপিএলে ‘আসল’ পৃথ্বীকে দেখা যাবে, দাবি করলেন পন্টিং

মহিলাদের বক্সিং বিশ্বচ্যাম্পিয়নশিপের এই নিয়ে ১২টি পদক এল ভারতের ঝুলিতে। মেরি কম একাই ছ’বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ২০০২, ২০০৫, ২০০৬, ২০০৮, ২০১০ এবং ২০১৮ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। এক বার করে পদক জিতেছেন সরিতা দেবী (২০০৬), জেনি লালরেমলিয়ানি (২০০৬), লেখা চেট্টাদি (২০০৬) এবং নিখাত জ়ারিন (২০২২)।

 

 

RELATED ARTICLES

Most Popular