Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাWeather Update |  ধেয়ে আসছে বৃষ্টি, ভিজবে রাজ্যের ৯ জেলা  

Weather Update |  ধেয়ে আসছে বৃষ্টি, ভিজবে রাজ্যের ৯ জেলা  

Follow Us :

কলকাতা: ছুটির দিন ভ্যাপসা গরমের থেকে মুক্তি পেতে চান আম বাঙালি। সকালে মনরম পরিবেশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রার পারদ (Temperature)। সপ্তাহ শেষে হওয়া বদলের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার। স্বস্তি ফেরাবে কি বৃষ্টি (Rain) ? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে,  রবিবার কলকাতাতেও (Kolkata) রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। রবিবার (Sunaday) সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রির আশপাশে। 

আবহাওয়া দফতর সূত্রের খবর, এদিন নয় জেলায় রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। শুধু দক্ষিণবঙ্গ নয়, ঝড়-বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও।  এদিন সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা ছিল। বিকেলের দিকে শহরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৭ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎতের ও সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন জেলায়।মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া– রবিবার এই জেলাগুলিতে থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতাতেও রবিবার থেকে মঙ্গলবার-এর মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা। সোম ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির অনুকূল থাকতে পারে আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরে থাকবে।

আরও পড়ুন: Udayan Guha | কোনও ছেলে বাবার সম্পর্কে এমন বলতে পারে না, উদয়নকে তোপ ফরওয়ার্ড ব্লকের 

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী ৪ থেকে ৫ দিন সিকিম ও উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামী ৪৮ ঘন্টায় মালদহ ও দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। আর সেই কারণেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের ভ্রুকুটি রয়েছে। একইসঙ্গে সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী দুই দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

RELATED ARTICLES

Most Popular