Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকPakistan | দেউলিয়া পাকিস্তান নগদ অর্থের জন্য ইউক্রেনে হাতিয়ার পাঠাচ্ছে

Pakistan | দেউলিয়া পাকিস্তান নগদ অর্থের জন্য ইউক্রেনে হাতিয়ার পাঠাচ্ছে

Follow Us :

ইসলামাবাদ: নগদ অর্থসঙ্কটে ভোগা ও কার্যত দেউলিয়া হয়ে পড়া পাকিস্তান (Cash-strapped and Bankrupt Country Pakistan) এখন অর্থ উপার্জনের রাস্তা খুঁজছে। বিদেশ থেকে ঋণ পাওয়ার চেষ্টা চলছে। সৌদি আরব (Saudi Arabia) এবং আরব আমির শাহি (United Arab Emirates – UAE) থেকে আর্থিক সাহায্য (Financial Help) আসবে। কিন্তু আন্তর্জাতিক অর্থ তহবিল (International Monetary Fund – IMF) থেকে ঋণ (Loan) পাওয়ার জন্য তা যথেষ্ট নয়। ফলে দেশের আর্থিক সঙ্কট (Economic Crisis) কাটানোর জন্য সেদেশের সামরিক বাহিনী (Armed Force) এগিয়ে এসেছে। এজন্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে (Russia-Ukraine War) বেছে নিয়েছে পাক মিলিটারি (Pak Military)। 

পাকিস্তানে তৈরি হাতিয়ার ইউক্রেনে (Ukraine) পাঠানো হচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনীয় বাহিনী সেই হাতিয়ার ব্যবহার করছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রক (British Defence Ministry) পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টিরস (Pakistan Ordnance Factories)-এর সঙ্গে চুক্তি করেছে। গত ডিসেম্বরে স্বাক্ষরিত হওয়া এই চুক্তি (Signed a Contract) অনুযায়ী, বিভিন্ন এয়ার ব্রিজের (Various Air Bridges) মাধ্যমে ইউক্রেনের সেনাবাহিনীকে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ৩,৪০,০০০ রকেট (Rocket) সরবরাহ করা হবে। 

আরও পড়ুন: SCO Meet | ভারত সফর এড়াচ্ছেন পাক প্রতিরক্ষামন্ত্রী, বৈঠকে যোগ দেবেন ভার্চুয়ালি 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট বলছে, ব্রিটেনের সঙ্গে যে চুক্তি হয়েছে, সেই মোতাবেক ১২২-মিমি হাই এক্সোপ্লোসিভ ইয়ারমাক রকেট (122-mm High Explosive Yarmuk Rockets) পাঠাবে পাকিস্তান। মাল্টি-ব্যারেল রকেট লঞ্চারে (Multi-barrel Rocket Launchers) এই রকেট ব্যবহার করা হবে। পাকিস্তানের রাওয়ালপিন্ডির চাকলালায় (Chaklala, Rawalpindi) অবস্থিত নূর খান বিমান ঘাঁটি (Nur Khan Air Base) থেকে এই অস্ত্র সি-১৩০ সামরিক বিমানে (Military Aircraft C-130) করে ইউক্রেনের টেরনোপিল ওবলাস্টে (Ternopil Oblast) পাঠানো হবে। 

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন (Russian Invasion on Ukraine) শুরু হয়েছে। তারপর থেকে ১৪ মাসেরও বেশি সময় অতিক্রান্ত। রাশিয়া এখনও ধরাশায়ী করতে পারেনি ইউক্রেনকে। মস্কোর (Moscow) সামরিক হামলার বিরুদ্ধে পাল্টা আক্রমণ (Counter Attack) চালাচ্ছে কিভ (Kyiv)। শোনা যাচ্ছে, বর্তমানে ন্যাটো-সমর্থিত ইউক্রেনে (NATO-Backed Ukraine) অস্ত্রশস্ত্র ও গোলাবারুদের অভাব (Shortage of Arms and Ammunition) দেখা দিয়েছে। শুধু ব্রিটেন নয়, পশ্চিমী দুনিয়া ও ন্যাটো জোটভুক্ত দেশগুলির হাতে এই অবস্থায় পাকিস্তান হাতিয়ার উঠিয়ে দিচ্ছে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে। পাকিস্তানে তৈরি সেইসব অস্ত্র-গোলাবারুদ রাশিয়ার বিরুদ্ধে লড়াইতে ব্যবহার করছে ইউক্রেন। গতবছর ব্রিটিশ যুক্তরাজ্য (United Kingdom – UK) রোমানিয়ার (Romania) মাধ্যমে অস্ত্রসরবরাহ করার জন্য পাকিস্তানকে এয়ার ব্রিজ হিসেবে ব্যবহার করেছিল। 

উল্লেখ্য, ১৯৯০-এর দশক থেকেই পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক রয়েছে ইউক্রেনের। এমনও শোনা গিয়েছিল, ইউক্রেনের থেকে অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল সিস্টেম (Anti-tank Guided Missile System) কিনতে চেয়েছিল পাকিস্তান। অভিযোগ রয়েছে, উত্তর কোরিয়াকে (North Korea) এই প্রযুক্তি দিয়ে সরবরাহ (Supply) করা হয়েছিল। সূত্রের খবর, পাক সেনাবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটিশ যুক্তরাজ্য এবং ন্যাটো জোটের অন্যান্য দেশগুলিকে পাকিস্তানের থেকে সস্তায় অস্ত্রশস্ত্র কেনার প্রস্তাব দিয়েছে।

RELATED ARTICLES

Most Popular