Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাTitagarh Incident | মারা গেলেন গুলিবদ্ধ তৃণমূল কর্মীর, এখনও অধরা অভিযুক্ত

Titagarh Incident | মারা গেলেন গুলিবদ্ধ তৃণমূল কর্মীর, এখনও অধরা অভিযুক্ত

Follow Us :

কলকাতা: মৃত্যু হল টিটাগড়ে গুলিবদ্ধ তৃণমূল কর্মীর। শুক্রবার দুপুরে টিটাগড়ের জিসি রোড এলাকায় আনোয়ার আলি নামে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। তাঁকে উদ্ধার করে প্রথমে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে সেখান থেকে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। ঠিক কী কারণে তাঁকে লক্ষ্য করে গুলি করা হল, তা এখনও স্পষ্ট নয়। গুলিবদ্ধ ওই তৃণমূল কর্মীর নাম আনোয়ার আলি। ঘটনার তদন্তে নেমেছে টিটাগড় থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে নামাজ পড়ে টিটাগড় জিসি রোড থেকে নয়া বস্তিতে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন তৃণমূল কর্মী তথা পরিবহণ ব্যবসায়ী আনোয়ার।  সেই সময়ে আচমকাই কয়েকজন দুষ্কৃতী এসে তাঁর উপর চড়াও হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, তাঁকে খুব কাছ থেকে দুষ্কৃতীরা গুলি করে। তাঁর গালে গুলি লেগেছে বলে জানা যাচ্ছে। গুলির শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুঁটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। রক্তাক্ত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাস। খবর দেওয়া হয় টিটাগড় থানার পুলিশকে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: Avijit Gangapadhyay | বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে মামলা সরে যাওয়া দুর্ভাগ্যজনক বলল বিজেপি

পঞ্চায়েত নির্বাচনের দিন যত এগোচ্ছে, ততই সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। তারই মাঝে রাজ্যে একের পর এক শুটআউটের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিন ভরদুপুরে টিটাগড়ের জিসি রোডে প্রকাশ্যে তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ। স্থানীয়দের মতে, দিনেদুপুরে এমন শুটআউটে যথেষ্ট আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।  

RELATED ARTICLES

Most Popular