Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরAdhir Ranjan Chowdhury | বিরোধী জোট ভাঙতে মমতা ঘুঁটি মোদির, দাবি অধীরের

Adhir Ranjan Chowdhury | বিরোধী জোট ভাঙতে মমতা ঘুঁটি মোদির, দাবি অধীরের

Follow Us :

বোলপুর: গরুপাচার কাণ্ডে (Cattle Scam) ইডি যখন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) ও তাঁর মেয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি (ED), ঠিক তখনই তাঁর গড়ে জনসভা করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরীর (Adhir Ranjan Chowdhury)। বুধবার অনুব্রতর বাড়ি থেকে কিছুটা দূরে বোলপুর (Bolpur) রেল ময়দানে  কংগ্রেসের এই জনসভা থেকে অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে প্রায় ৭০০ জন তৃণমূল কর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে যোগদান করে জাতীয় কংগ্রেসে (Congress)।

এদিন জনসভার শেষে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের তৃণমূল (TMC) সরকার এবং কেন্দ্রীয় বিজেপি সরকারকে কটাক্ষ করে বলেন, সিবিআই তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে নরেন্দ্র মোদির নির্দেশে। দেশ জুড়ে কংগ্রেসের নেতৃত্বে বিজেপি বিরোধী জোট হবে। সেই জোট ভাঙার চেষ্টা করছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে সেটা করছেন। সিবিআই তো বড় মাছ ধরছে না। পুঁটি, টেংরা, চুনো মাছকে ধরছে। রুই, কাতলাগুলোকে ছেড়ে রেখেছে। কারণ, একটাই ভারতবর্ষে কেন্দ্র বিরোধী জোট ভাঙার নিয়ন্ত্রক নরেন্দ্র মোদি। ব্যবহার করা হচ্ছে মমতাকে (Mamata Banerjee)। 

এদিন অধীর কেষ্টর সম্পত্তি বাজেয়াপ্ত নিয়ে বলেন, অনুব্রত মাছ বিক্রি করতেন। কোটি কোটি টাকা ফিক্সড ডিপোজিট। একাধিক চালকরের মালিক। এত বিপুল পরিমাণের সম্পত্তি এল কোথায় কোন জাদু থেকে? ওই জাদুর নাম সরকার।

আরও পড়ুন: Modi vs Rahul Opinion Poll | রাহুলের জনপ্রিয়তা বাড়লেও মোদির দাপট এখনও শীর্ষে, বলছে সমীক্ষা

এদিনের এই যোগদান অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা কংগ্রেসে যোগদান করেন। বোলপুরে জাতীয় কংগ্রেসের জনসভায় অধীর রঞ্জন চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি মিলটন রশিদ সহ কংগ্রেসের জেলা নেতৃত্ব।

RELATED ARTICLES

Most Popular