Placeholder canvas

Placeholder canvas
Homeপ্রযুক্তিFake Apps | হুবহু চেনা অ্যাপের মতোই দেখতে, কীভাবে বুঝবেন তা আসল...

Fake Apps | হুবহু চেনা অ্যাপের মতোই দেখতে, কীভাবে বুঝবেন তা আসল না ভুয়ো?

Follow Us :

কলকাতা: বর্তমানে স্মার্টফোন (Smart Phone) আমাদের সকলের কাছে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এখন বিভিন্ন ধরনের কাজ স্মার্টফোনের মাধ্যমেই করা হয়। ফটো এডিটিং থেকে শুরু করে টাকা পাঠানো, সব কিছুর জন্যই আলাদা আলাদা অ্যাপ আছে। সেই সমস্ত অ্যাপ (Apps) ডাউনলোড করার পর তাতে সঙ্গে সঙ্গে সব পারমিশনও দিয়ে দেন। কিন্তু কখনও কী যাচাই করে দেখেছেন যে, আপনি যে অ্যাপগুলি ডাউনলোড করছেন, সেগুলি আসল নাকি নকল অ্যাপ। 

কারণ, বড় বড় সোশ্যাল মিডিয়া অ্যাপগুলিরও এখন নকল অ্যাপ রয়েছে। আর সাইবার অপরাধীদের এখন সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন। বিভিন্ন জনপ্রিয় অ্যাপের নকল তৈরি করে তার মাধ্যমে ফোনে ম্যালওয়্যার ছড়াচ্ছে। সেই সঙ্গে স্মার্টফোন হ্যাক করে চুরি করছে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য। সম্প্রতি ফেসবুকের প্যারেন্ট সংস্থা মেটা অ্যান্ড্রয়েড এবং আইওএসে ৪০০-এরও বেশি এমন অ্যাপের সন্ধান পেয়েছে। যেগুলো ব্যবহারকারীদের লগইন ক্রেডেনশিয়াল চুরি করছে। বর্তমানে ইউটিউব, নেটফ্লিক্স, চ্যাটজিপিটি, ইনস্টাগ্রামের মতো বিখ্যাত ব্র্যান্ডের নকল অ্যাপ বাজারে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। সাইবার অপরাধীরাও সেই সব অ্যাপগুলির মাধ্যমে স্ক্যাম চালিয়ে যাচ্ছে। আপনার ডাউনলোড করা অ্যাপটি আসল না নকল কীভাবে বুঝবেন জেনে নিন।  

গুগল প্লে স্টোর- একজন অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হলে, শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকেই অ্যাপ ডাউনলোড করুন। গুগল প্লে স্টোরে অফিসিয়াল অ্যাপ আপলোড করা থাকে, সেক্ষেত্রে কোনও রকম নকল অ্যাপ ডাউনলোড করা যাবে না।

অ্যাপল অ্যাপ স্টোর- আইফোন বা আইপ্যাড ব্যবহারকারীরা অ্যাপল অ্যাপ স্টোর ব্যবহার করুন। গুগল প্লে স্টোরের মতো, অ্যাপল অ্যাপ স্টোরেও আসল অ্যাপ থাকে। সেখানে কোনও রকম নকল অ্যাপ পাওয়া গেলেও সঙ্গে সঙ্গে সেটিকে ব্যান করে দেওয়া হয়।

আরও পড়ুন:Food | Health | দুধ পান করার আগের বা পরে যে খাবার গুলি একেবারেই এড়িয়ে যাবেন

অফিসিয়াল ওয়েবসাইট- আপনি যদি অনলাইনে কোনও অ্যাপ খোঁজেন, তবে অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে আসল অ্যাপ ডাউনলোড করার অপশন থাকে। সাধারণত দুটি লিঙ্ক- গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর লিঙ্ক পাওয়া যায়। এগুলি যদি অরিজিনাল অ্যাপ হয়, তাহলে সেগুলিতে ক্লিক করলেই আপনি গুগল বা অ্যাপলের অ্যাপ স্টোরে নিয়ে আসবেন।

HTTPS- অবশ্যই ওয়েব ঠিকানা অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটের ইউআরএল চেক করতে হবে। যদি ইউআরএলটি https দিয়ে শুরু হয়, তাহলে এর অর্থ হল সাইটটি সুরক্ষিত। যদি শুধু http দেখা যায়, তাহলে সাইটে কিছু ত্রুটি আছে বলে মনে করা হয়। মূল অ্যাপগুলি https সাইটে পাওয়া যায়। http ওয়েবসাইটে নকল অ্যাপের ঝুঁকি থাকে। তাই সবসময় শুধুমাত্র https ওয়েবসাইট ব্যবহার করুন।

RELATED ARTICLES

Most Popular