Placeholder canvas

Placeholder canvas
Homeলাইফস্টাইলএখানে সন্ধ্যে নামে না, জানেন কোথায়? 

এখানে সন্ধ্যে নামে না, জানেন কোথায়? 

Follow Us :

কলকাতা: ধরুন আপনি এমন একটা জায়গায় রয়েছেন, সেখানে কখনও সন্ধেই নামে না। কেমন হবে বলুন তো? স্বাভাবিক আপনি অবাক হতেই পারেন। অবাক হওয়াটাই তো স্বাভাবিক তাই না? তবে এটি সত্য। ভারতেই লুকিয়ে রয়েছে এমন একটি গ্রাম যেখানে কখনোই সন্ধ্যা নামে না। এটি দক্ষিণ ভারতের একটি গ্রাম।  তেলেঙ্গানার পেদ্দাপল্লী জেলার কদরুপকা গ্রাম।

এক সময় নিজামদের শাসন আমলে এই গ্রাম ছিল তাদের প্রিয় ভ্রমণের পছন্দের জায়গা। এই গ্রামে কখনো সন্ধ্যা নামে না। দিনের ২৪ ঘন্টার মধ্যে শুধুমাত্র সকাল, বিকাল এবং রাত হয়। মানে এখানে দুপুরের পর সরাসরি রাত হয়ে যায়।

খবর সূত্র অনুযায়ী, এই গ্রামটি চারিদিক দিয়ে পাহাড়ে ঘেরা। এখানে প্রচুর সবুজের সমারোহ এবং এই কারণে গ্রামের বাতাস মানুষকে স্বস্তি এনে দেয়। এখানে সূর্য দেরিতে উঠে এবং দ্রুত অস্ত চলে যায়। গ্রামটি চারিদিক দিয়ে পাহাড়ে ঘেরা রয়েছে। গ্রামটির পূর্বে গোলা গুট্টা, পশ্চিমে রঙ্গনায়াকূলা গুট্টা, দক্ষিণে পামুবান্দা গুট্টা এবং উত্তরে নাম্বুলদ্রী স্বামী গুট্টা পাহাড় দ্বারা বেষ্টিত। যে কারণে সূর্যোদয় ও অস্ত যাওয়া অনুভূত হয় না।

RELATED ARTICLES

Most Popular