Placeholder canvas

Placeholder canvas
HomeScrollচন্দ্রিমার অভিযোগ এফআইআর বলে গ্রহণ করল পুলিশ

চন্দ্রিমার অভিযোগ এফআইআর বলে গ্রহণ করল পুলিশ

মমতা, চন্দ্রিমার নামে পাল্টা এফআইআরের হুমকি শুভেন্দুর

Follow Us :

কলকাতা: বিজেপি বিধায়কদের বিরুদ্ধে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Minister Chandrima Bhattacharya) লিখিত অভিযোগকেই এফআইআর হিসেবে গ্রহণ করল ময়দান এবং হেয়ার স্ট্রিট থানা (Hare Street Police Station)। তার ভিত্তিতে প্রাথমিক তদন্ত প্রক্রিয়াও শুরু করেছে পুলিশ। এমনটাই খবর লালবাজার সূত্রের। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার জানান, তাঁরাও চন্দ্রিমার বিরুদ্ধে থানায় এফআইআর করবেন, আদালতে মামলা করবেন। তিনি বলেন, পিসি-সমেত সকলকে আদালতে টেনে নিয়ে যাব।

সোমবার শুভেন্দুর নেতৃত্বে বিজেপির একদল বিধায়ক মমতা চোর লেখা গেঞ্জি গায়ে দিয়ে বিধানসভা থেকে মিছিল করে রেড রোডে ধরনায় যান। তাঁরা মমতা চোর বলে স্লোগানও দেন। সন্ধ্যায় রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা হেয়ার স্ট্রিট এবং ময়দান থানায় একদল বিধায়কের নামে লিখিত অভিযোগ করেন। তাতে বলা হয়, ওই বিধায়করা মুখ্যমন্ত্রীর আসনের অমর্যাদা করেছেন। এতে রাজ্যের মানুষকে অপমান করা হয়েছে।
তার আগে বিধানসভা চত্বরে বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে শাসকদলের বিধায়করা দুদিন দুই ঘণ্টা ধরে অবস্থান করেন একশো দিনের কাজের টাকার দাবিতে। ওই দুদিন অদূরে বিধানসভার গেটের কাছে বিরোধী বিজেপি বিধায়করাও অবস্থান বিক্ষোভ করেন। দুই অবস্থানস্থল থেকেই একে অপরের বিরুদ্ধে চোর চোর স্লোগান দেন। শাসকদলের অবস্থানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হাজির ছিলেন। তাঁর সামনেই তৃণমূল বিধায়করা মোদি চোর, শাহ চোর বলে স্লোগান দেন। পাল্টা বিজেপি বিধায়করা মমতা চোর বলে আওয়াজ তোলেন। শাসকদলের অবস্থান থেকে জাতীয় সঙ্গীতও গাওয়া হয়।

আরও পড়ুন: পৌষমেলার দাবিতে বিশ্বভারতীতে তুমুল বিক্ষোভ

তাদের অভিযোগ, সেই সময় বিজেপি বিধায়করা হইহল্লা করেন। এতে জাতীয় সঙ্গীতের অবমাননা করা হয়েছে। তৃণমূল পরিষদীয় দল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ করে। তার ভিত্তিতে পুলিশ এফআইআর করে বিজেপি বিধায়কদের দফায় দফায় লালবাজারে তলব করে। যদিও সোমবার কোনও বিজেপি বিধায়কই লালবাজারে হাজিরা দেননি। বিজেপি কলকাতা হাইকোর্টে মামলা করে। আদালত বৃহস্পতিবার পর্যন্ত পুলিশি তলবে স্থগিতাদেশ দেয়।

এদিন শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিধানসভা চত্বরে মোদি, শাহকে চোর বলা হয়েছে। ওরা দাবি করতে পারে, নরেন্দ্র মোদি, অমিত শাহের নাম তো বলা হয়নি। আমরাও বলতে পারি, মমতা চোর বলেছি। আমরা তো বন্দ্যোপাধ্যায় বা মুখোপাধ্যায় বলিনি। গতকাল মন্ত্রী চন্দ্রিমা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলে দিয়েছেন। ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনির মতো ব্যাপারটা হয়ে গিয়েছে। আমরা মুখ্যমন্ত্রী-সহ সকলের নামে অভিযোগ করব থানায়, আদালতে মামলা করব।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Election | মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রে অবাধ নির্বাচনের লক্ষে আঁটসাঁট নিরাপত্তা, দেখুন ভিডিওতে
09:32
Video thumbnail
Loksabha Eledction 2024 | মালদহ উত্তর ও মালদহ দক্ষিণে ভোটের কী পরিস্থিতি দেখুন ভিডিওতে সরাসরি
04:48
Video thumbnail
Loksabha Eledction 2024 | আজ তৃতীয় দফার ভোটে মালদহে কী পরিস্থিতি দেখুন ভিডিওতে সরাসরি
03:51
Video thumbnail
Lok Sabha Election 2024 | মুর্শিদাবাদের হরিহরপাড়ায় কংগ্রেস নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি
06:17
Video thumbnail
Lok Sabha Election 2024 | ভোট শুরু হতেই ইভিএম খারাপ–বোমাবাজি–মারধর, তপ্ত মুর্শিদাবাদ
15:23
Video thumbnail
Eledction 2024 | তৃতীয় দফা ভোটে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রে কোথায় কী পরিস্থিতি দেখুন ভিডিওতে
08:38
Video thumbnail
Lok Sabha Election 2024 | গুজরাটের গান্ধীনগর কেন্দ্রে মোদির সঙ্গে ভোট দিতে এলেন শাহ, দেখুন ভিডিওতে
02:07
Video thumbnail
Election 2024 | মালদা-মুর্শিদাবাদের ৪ কেন্দ্রে ভোটগ্রহণ, অবাধ নির্বাচনের লক্ষে আঁটসাঁট নিরাপত্তা
13:22
Video thumbnail
Loksabha Eledction 2024 | তৃতীয় দফা ভোটে কেন্দ্রগুলিতে কড়া নজরদারি কেন্দ্রীয় বাহিনীর
03:12
Video thumbnail
Eledction 2024 | চার আসনে মধ্যে মালদহ উত্তর ও মালদহ দক্ষিণে ভোটের কোথায় কী পরিস্থিতি দেখুন ভিডিওতে
17:21