Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsট্রাম্পের প্রেসিডেন্ট পদে 'না', ফের নিষেধাজ্ঞা

ট্রাম্পের প্রেসিডেন্ট পদে ‘না’, ফের নিষেধাজ্ঞা

কলোরাডোর পর মেইন

Follow Us :

ওয়াশিংটন: কলোরাডোর (Colorado) পর মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যও (US state of Maine) প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর বিষয়ে নিষেধাজ্ঞা জারি করল। আমেরিকায় প্রেসিডেন্ট পদে দাঁড়াতে হলে আগে নিজের দলের মনোনয়ন পেতে হয়। রিপাবলিকান পার্টির (Republican Presidential Primary) সেই লড়াইয়ে অংশ নিতে পারবেন না ট্রাম্প, এমনটাই জানিয়ে দিয়েছে মেইন অঙ্গরাজ্যের শীর্ষ কর্তা।

২০২১ সালে আমেরিকার ক্যাপিটলে (US Capitol) হামলার পিছনে ট্রাম্পের সরাসরি যোগ আছে, এই অভিযোগে এর আগে কলোরাডোর আদালতও তাঁকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ায় অযোগ্য বলে রায় দেয়। এবার মেইনের সেক্রেটারি অফ স্টেট শেনা বেলোজ তাঁর রায়ে বলেছেন, ২০২১ সালের ওই ঘটনা প্রাক্তন প্রেসিডেন্টের সজ্ঞানে, সমর্থনে হয়েছিল। মার্কিন সংবিধান (US Constitution) সরকারি প্রতিষ্ঠানের উপর হামলা বরদাস্ত করে না। মেইনের আইনও বলে এর বিরুদ্ধে পদক্ষেপ করতে।

আরও পড়ুন: বছরের শেষ সপ্তাহেে উধাও শীত, কবে ফিরবে ঠান্ডা!

এর আগে কলোরাডোর সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে (US Presidential Election 2024) লড়তে পারবেন না আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কলোরাডো সুপ্রিম কোর্ট (Colorado Supreme Court) জানিয়েছে, ট্রাম্প নির্বাচনে লড়ার অযোগ্য। ২০২১ সালে ক্যাপিটলে (Capitol) তাঁর সমর্থকরা যে হামলা করেছিল, তাতে ট্রাম্পের উসকানির অভিযোগের জেরেই এই রায় দেয় আদালত।

মার্কিন ইতিহাসে এই প্রথম কোনও প্রার্থীকে আদালত অযোগ্য বলে ঘোষণা করল। ট্রাম্পকে নির্বাচনে লড়ার অযোগ্য হিসেবে ঘোষণার ক্ষেত্রে রায়ের পক্ষে ভোট ছিল ৪–৩। মার্কিন সংবিধানে রয়েছে, যাঁরা বিদ্রোহের সঙ্গে জড়িত, তাঁদের কোনও পদে রাখা যাবে না। যদিও এই বিধান খুব কমই ব্যবহৃত হয়।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular