Placeholder canvas

Placeholder canvas
HomeScrollমঙ্গলবার দার্জিলিং মেলে চোপড়া যাবেন রাজ্যপাল
CV Ananda Bose

মঙ্গলবার দার্জিলিং মেলে চোপড়া যাবেন রাজ্যপাল

মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ কলকাতা ফিরবেন বোস

Follow Us :

কলকাতা: আগামিকাল (মঙ্গলবার) চোপড়া (Chopra) যাবেন রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। চোপড়ায় চার শিশুর মৃত্যুতে বিএসএফের (BSF) বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল। রাজ্য সরকারের তরফে রাজ্যপালকে সেখানে যাওয়ার আর্জি জানানো হয়। রাজ্য তথা শাসকদলের প্রশ্ন ছিল, রাজ্যপাল যদি সন্দেশখালি (Sandeshkhali) যেতে পারেন তাহলে চোপড়া কেন নয়। রাজভবন (Raj Bhaban) সূত্রে খবর, চোপড়া যাবেন রাজ্যপাল।

মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ কলকাতা ফিরবেন বোস। সেদিন রাতেই শিয়ালদহ (Sealdah) স্টেশন থেকে দার্জিলিং মেল (Darjeeling Mail) ধরবেন তিনি। রাত ১০.০৫টার সেই ট্রেনে পরদিন ভোরে কিষানগঞ্জ (Kishanganj) স্টেশনে নামবেন। তারপর সড়কপথে রওনা দেবেন উত্তর দিনাজপুরের চোপড়ায়। চোপড়ার চেতনগাছিতেই শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: স্বাভাবিকের পথে সন্দেশখালি, ৪ জায়গায় উঠল ১৪৪ ধারা

প্রসঙ্গত, শিশুমৃত্যুর ঘটনায় পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। এই কাণ্ডে বিএসএফের প্রতি অভিযোগের আঙুল তুলেছে শাসক দল তৃণমূল। এমনকী সন্তানহারা পরিবারের আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে দল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

তৎপর হয়েছে নবান্নও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) মন্ত্রী এবং তৃণমূলের মহিলা শাখাকে চোপড়া যাওয়ার নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে তৃণমূলের মহিলা শাখার একটি দল খুব শিগগিরই রওনা দেবে। তারা শিশুর পরিবারের সঙ্গে কথা বলে দলের উচ্চ নেতৃত্বকে রিপোর্ট দেবে বলে খবর।

দেখুন অন্য খবর: 

RELATED ARTICLES

Most Popular