Placeholder canvas

Placeholder canvas
HomeScrollমোদি চান দেশ জয় শ্রীরাম বলুক আর না খেয়ে মরুক: রাহুল
Rahul Gandhi

মোদি চান দেশ জয় শ্রীরাম বলুক আর না খেয়ে মরুক: রাহুল

তিনি এও বলেন, পাকিস্তানের দ্বিগুণ বেকারত্ব ভারতে

Follow Us :

সারাংপুর: ভারত জোড়ো ন্যায় যাত্রায় (Bharat Jodo Nyay Yatra) বেরিয়ে বিজেপি (BJP) সমর্থকদের প্রবল ‘জয় শ্রীরাম’ ধ্বনির সম্মুখীন হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেই ‘জয় শ্রীরাম’ স্লোগানকেই হাতিয়ার বানিয়ে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কটাক্ষ করলেন তিনি। রাহুল বলেন, মোদি চান দেশের মানুষ জয় শ্রীরাম (Jay Shri Ram) বলুক আর না খেয়ে মরে যাক।

আজ মধ্যপ্রদেশের সারাংপুরে এসে হাজির হয় রাহুলের ন্যায় যাত্রা। তাঁর সামনে ‘মোদি মোদি’ এবং ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলতে থাকেন বিজেপি সমর্থকরা। তাতে বিন্দুমাত্র বিচলিত হননি কংগ্রেস নেতা। বিজেপি সমর্থকদের স্বাগত জানিয়ে তিনি বলেন, কর্মসংস্থান নিয়ে মোদির কড়া সমালোচনা করেন। কর্মহীন যুব সম্প্রদায় এখন সারাদিন ‘রিলস’ দেখে, বললেন এমন কথাও।

আরও পড়ুন: কাজ করছে না ফেসবুক-ইনস্টাগ্রাম, আপনা থেকেই লগ আউট!  

রাহুল বলেন, “প্রধানমন্ত্রী চান আপনারা সারাদিন ফোনের দিকে তাকিয়ে থাকুন, জয় শ্রীরাম বলুন এবং তারপর না খেতে পেয়ে মারা যান” বিজেপি সরকারের অগ্নিবীর প্রকল্পের (Agniveer Scheme) সমালোচনা করেন কংগ্রেস সাংসদ। তিনি বলেন, “আগে সশস্ত্র বাহিনী যুব সম্প্রদায়কে দুটি বিষয়ের গ্যারান্টি দিত, এক পেনশন এবং দুই মৃত্যু হলে সম্মান। এখন অগ্নিবীর প্রকল্পে চারজনের অন্তর্ভুক্তি হবে, তাদের তিনজনকে ছেড়ে দেওয়া হবে। সেই তিনজন হবে এসসি, এসটি এবং ওবিসি সম্প্রদায়ের।”

কর্মসংস্থান নিয়ে মোদিকে গত রবিবারের বিঁধেছিলেন রাহুল। তিনি এও বলেন, পাকিস্তানের দ্বিগুণ বেকারত্ব ভারতে। গোয়ালিয়রে ন্যায় যাত্রা চলাকালীন তিনি বলেন, “পাকিস্তানের তুলনায় ভারতের বেকারত্ব দ্বিগুণ। এদেশে ২৩ শতাংশ এবং ওদেশে ১২ শতাংশ।” তিনি এও বলেন, ভারতে বেকার যুবকের সংখ্যা বাংলাদেশ এবং ভুটানের চেয়ে বেশি এবং বেকারত্বের হার গত ৪০ বছরে সবথেকে বেশি।

RELATED ARTICLES

Most Popular