Placeholder canvas

Placeholder canvas
HomeScroll৩ ঘণ্টায় কমিশনে জমা পড়েছে ১৫১টি অভিযোগ
Lok Sabha Election 2024

৩ ঘণ্টায় কমিশনে জমা পড়েছে ১৫১টি অভিযোগ

Follow Us :

কলকাতা: শুক্রবার সকাল থেকে দেশজুড়ে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের প্রথম দফায় বাংলার তিনটি আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। বিক্ষিপ্ত ঘটনার মাঝেই নির্বিঘ্নেই চলছে নির্বাচন। সকাল ৯টা পর্যন্ত এই তিন আসনে ভোটদানের হার ১৫ শতাংশের উপর। শুক্রবার সকাল ১১টা পর্যন্ত এই তিন কেন্দ্রে ভোট পড়েছে ৩২ শতাংশ। সেইসঙ্গে সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়েছে ১৫১টি।

এদিকে তৃণমূলের বুথ বসানো নিয়ে ঝামেলা মাথাবাঙায়। মাথাভাঙা ১ নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের ৫/৫৩ নম্বর গেন্দুগুড়ি বুথে ধুন্ধুমার কাণ্ড। বুথ বসানো নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। অভিযোগ, তৃণমূলের পোলিং এজেন্টকে মারধরও করা হয়েছে অভিযোগ। এদিকে শীতলকুচিতে বিজেপি কর্মীকে হাঁসুয়ার কোপ দেওয়ার অভিযোগ উঠেছে। দিনহাটায় আক্রান্ত হয়েছে তৃণমূলের ব্লক সভাপতি। চান্দামারিতে বিজেপি নেতাকে মারধর। ডাবগ্রাম, ফুলবাড়িতে বিজেপির বুথ অফিসে আগুন। তুফানগঞ্জে তৃণমূলের নির্বাচনী অফিসে আগুন লাগানোর অভিযোগ।

আরও পড়ুন: তৃণমূলের লেখা দেওয়ালে অশ্লীল শব্দ প্রয়োগের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

RELATED ARTICLES

Most Popular