Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যমাটির গর্ত থেকেই পানীয় জল সংগ্রহ গ্রামবাসীদের!
South 24 Parganas Water Problem

মাটির গর্ত থেকেই পানীয় জল সংগ্রহ গ্রামবাসীদের!

কয়েক বছর ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে ট্যাপ কল

Follow Us :

বারুইপুর: গরম পড়লেই পানীয় জলের সমস্যা দেখা যায় বিভিন্ন জায়গায়। আর এবারে অভিনব দৃশ্য ধরা পড়ল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভার রামনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের খাঁপাড়ায়। সেখানে কয়েক বছর ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে ট্যাপ কল। বারবার পঞ্চায়েতে জানিয়েও হয়নি কোনও সুরাহা (South 24 Parganas Water Problem)। আর তাই বাধ্য হয়ে মাটি খুঁড়ে গর্ত করে পাইপ লাইনের ফুটো থেকে বার হওয়া জল সংগ্রহ করে খেতে হচ্ছে গ্রামবাসীদের।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৪৯)

মাটি খুঁড়ে বের করা জল পান করে প্রায়সই বিভিন্ন ধরনের রোগের প্রোকোপে পড়ছেন গ্রামবাসীরা। মাটির গর্ত থেকে পানীয় জল সংগ্রহ করতে প্রায়সব গ্রামের মহিলাদের মধ্যে ঝগড়া ও এমনকি মারামারি পর্যন্ত হয় বলে জানিয়েছেন গ্রামের মহিলারা। কখনও কখনও কেউ জল পায়, কেউ পায় না। কবে সমস্যার সমাধান হবে তা নিয়েও সন্ধিহান রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খাঁ পাড়া, নস্কর পাড়া, সরদার পাড়া ও তাঁতিপাড়ার প্রায় কয়েকশো পরিবার।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular