Placeholder canvas

Placeholder canvas
HomeScrollপানীয় জলের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের
Drinking Water Crisis

পানীয় জলের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের

পথ অবরোধের জেরে সমস্যায় সাধারণ মানুষ

Follow Us :

মালদহ: তীব্র গরমে জলের হাহাকার মালদাহ! পানীয় জলের (Drinking Water Crisis) দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের (Villagers Protest)। বৃহস্পতিবার সাতসকালে মালদহ নালাগোলা রাজ্য সড়কের আইহো বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পথ অবরোধে বসেন গ্রামবাসীরা। একে তো তীব্রপ্রবাহ তার মধ্যে প্রায় এক মাস ধরে পানীয় জল নেই আইহো অঞ্চলের ভড়পাড়া এলাকায়। এ গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতে প্রধান সহ পিএইচই দফতরেও সহ বিভিন্ন দফতরে জানিয়ে কোন কাজ হয়নি।

আরও পড়ুন: মুর্শিদাবাদের বড়ঞায় স্কুলের কাছে বিস্ফোরণ

অবরোধকারীদের অভিযোগ, প্রায় এক মাস ধরে এলাকায় ট্যাপের পানীয় জল নেই। বিভিন্ন জায়গা থেকে জল নিয়ে আসতে গেলে একবার জল দেওয়ার পরে বাড়ির জলের কলে তালা মেরে রেখে দেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ কোন পানীয় জলের ব্যবস্থা না হওয়ায় বৃহস্পতিবার সকালে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি প্রশাসনের তরফ থেকে যতক্ষণ পানীয় জলের সমস্যা সমাধান না করা হয় ততক্ষণ পর্যন্ত পথ অবরোধ উঠানো হবে না। অবশেষে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হবিবপুর থানার পুলিশ আশ্বাসে গ্রামবাসীরা অবরোধ তুলে নেন। পথ অবরোধের জেরে সমস্যায় পড়ে বহু পথচলতি মানুষ।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular