Placeholder canvas

Placeholder canvas
HomeScrollহরলিক্সকে আর হেলথ ড্রিঙ্কস বলা যাবে না
Horlicks

হরলিক্সকে আর হেলথ ড্রিঙ্কস বলা যাবে না

ফুড অ্যাক্টে হেলথ ড্রিংকসের কোনও সংজ্ঞা দেওয়া হয়নি

Follow Us :

কলকাতা: হরলিক্সকে (Horlicks) আর হেলথ ড্রিঙ্কস বলা যাবে না। এখন থেকে পরিচিতি পাবে ফাংশানাল ন্যাশনাল ড্রিঙ্ক নামে। হরলিক্স প্রস্তুতকারক সংস্থা হিন্দুস্তান ইউনিলিভার (Hindustan Unilever) এটির ‘হেলথ ফুড ড্রিংকস’ ট্যাগটিকে সরিয়ে দিচ্ছে।সম্প্রতি কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক ই-কমার্স সংস্থাগুলিকে একটি নির্দেশ দেয়। তাতে বলা হয়, ‘Health Drinks’ ক্যাটাগরির মধ্যে ‘ড্রিঙ্কস অ্যান্ড অ্যান্ড বেভারেজ’ রাখা যাবে না।  এরপর ই-কমার্স প্ল্যাটফর্মগুলি আর হরলিক্সকে হেলথ ড্রিঙ্ক বলতে পারবে না। আইনের দিক থেকে বিচার করলেও, ফুড অ্যাক্টে হেলথ ড্রিংকসের কোনও সংজ্ঞা দেওয়া হয়নি।

হিন্দুস্তান ইউনিলিভারের CFO রীতেশ তিওয়ারি জানান, কোন ক্যাটাগরির জিনিস, তা আরও স্পষ্টভাবে ব্যাখা করার জন্যই এই সিদ্ধান্ত।গ্রাহক বৃদ্ধি, তাদের পণ্যের ব্যবহার এবং কার্যকরী পুষ্টিকর পানীয় বিভাগে আরও নতুন ও স্বাস্থ্যকর পণ্য নিয়ে আসার চেষ্টা করবে। প্রসঙ্গত, সম্প্রতি বোর্নভিটা নিয়ে হইচই পড়ে গিয়েছিল। কেন্দ্রের পক্ষ থেকে ‘হেলথ ড্রিংস’ ক্যাটাগরি থেকে সরিয়ে দেওয়া হয় বোর্নভিটাকে।

RELATED ARTICLES

Most Popular