Placeholder canvas

Placeholder canvas
Homeলাইফস্টাইলগরমে বাড়ির পোষ্যকে সুস্থ রাখবেন কিভাবে?
Pet Care Tips

গরমে বাড়ির পোষ্যকে সুস্থ রাখবেন কিভাবে?

গরমে আপনার বাড়ির চারপেয়ে পোষ্যটিরও যত্ন নিন

Follow Us :

হেলথ টিপস: তাপমাত্রা ক্রমেই বেড়ে চলেছে। তাপপ্রবাহের (Heat Wave) ছ্যাঁকা এসে লাগছে গায়ে। গরমে হাঁসফাস পরিস্থিতি রাজ্য জুড়ে। গরম কমার কোনও ইঙ্গিতই নেই। বরং ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আলিপুর জানিয়েছে, ২৪ ঘণ্টা পর আরও বৃদ্ধি পাবে তাপমাত্রা। অন্তত ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা। রবিবার থেকে কলকাতার তাপমাত্রা টানা ৪২ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এই উত্তপ্ত গরমে (Summer) কষ্ট বাড়ছে সারমেয়দের। অবলা প্রাণী গুলো মুখ ফুটে তাদের অস্বস্তির কথা বলতে পারে না। জেনে নিন এই সময়ে আপনার বাড়ির চারপেয়ে পোষ্যটিকে সুস্থ রাখতে কী কী মেনে চলা উচিত (Pet Care Tips)-

  • পোষ্যকে ভালো করে স্নান করাতে হবে নিয়মিত। প্রয়োজনে দিনে একাধিক বার স্নান করানো যেতে পারে।
  • পোষ্যর শরীরের লোম বড় থাকলে গরম বেশি লাগবে, এই ধারণা ঠিক নয়। বরং এই লোমই দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
  • গরমে পোষ্যের খাওয়াদাওয়ার উপর বাড়তি নজর দিতে হবে। তরমুজ, আপেলের মতো ফল খাওয়ান।
  • দিনের বেলা বাইরে প্রচণ্ড রোদে কম ঘোরাতে নিয়ে যান। চেষ্টা করুন বাড়িতেই অল্প খেলাধুলো করাতে।
  • চিকিৎসকের পরামর্শ নিয়ে পোষ্যকে এ সময়ে একটি করে মাল্টিভিটামিন নিয়মিত খাওয়াতে পারেন। তাতে নানা ধরনের সংক্রমণের প্রবণতা কমবে।

আরও পড়ুন: গরমে সুস্থ থাকতে মেনে চলুন এই টিপসগুলি

প্রসঙ্গত, উত্তপ্ত এই গরমে শুধুমাত্র নিজের প্রিয় পোষ্যটির খেয়াল রাখলেই হবে না। রাস্তার চারপেয়ে সারমেয়দেরও খেয়াল রাখতে হবে। রাস্তার মধ্যে গরমে তাদের প্রাণ যায় যায় অবস্থা হয়। তাই বাড়ির সমানে যেকোনও বড় পাত্রে জল রাখুন, যাতে তারা খেয়ে পারে। সঙ্গে অল্প খাবারও রাখুন। যদি কোনও চারপেয়েকে রাস্তায় অসহায় অবস্থায় দেখতে পান তবে তাকে নিরাপদ স্থানে আশ্রয় দিন।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular