Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যশাসক দলের ভয়ে বুথ ছেড়ে পালিয়েছে কেন্দ্রীয় বাহিনী!
Raju Bista

শাসক দলের ভয়ে বুথ ছেড়ে পালিয়েছে কেন্দ্রীয় বাহিনী!

শাসক দলের কর্মীরা হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছে, অভিযোগ রাজু বিস্তের

Follow Us :

শিলিগুড়ি: শাসক দলের কর্মীরা হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছে, বুথ ছেড়ে ভয়ে পালিয়েছে কেন্দ্রীয় বাহিনী- চোপরার নির্বাচনের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন রাজু বিস্ত (Raju Bista)। চোপরার নির্বাচন (Chopra Lok Sabha Election 2024) নিয়ে সংশয় প্রকাশ করতে গিয়ে তিনি জানান, তৃণমূলী সন্ত্রাস চলছে সেখানে। বন্দুক নিয়ে প্রকাশ্য ভোটারদের ধমকাচ্ছে তৃণমূলের দুস্কৃতিরা। বিভিন্ন বুথে বিজেপি এজেন্টদের ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি। কেন্দ্রীয় বাহিনীকে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন রাজু।

আরও পড়ুন: লাগাতার ১৫ দিন ধরে লোডশেডিং, প্রতিবাদে অবরোধ, ঘটনাস্থলে পুলিশ

চোপরার নির্বাচন পরিস্থিতিকে বিবেচনা করে ‘রি পোলিং’-এর ব্যাবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন (Election Commission) বলেই উল্লেখ করেন রাজু বিস্ত। পাশাপাশি তিনি জানান, কেন্দ্রীয় বাহিনীর কাছে আমার আবেদন যারা হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের যেন সেখানেই গুলি করা হয়। তবে রাজু বিস্তের এই অভিযোগের পাল্টা জবাবে দার্জিলিং জেলা তৃণমূল-কংগ্রেস (TMC) সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষ জানান, তারা বুঝতে পেরে গেছে মানুষ আর তাদের পাশে নেই। আর কোথাও কোনও সন্ত্রাস নেই, তারা বারংবার বাংলাকে কালিমালিপ্ত করেছে। রাজু বিস্তই দার্জিলিং জেলাকে কালিমালিত্ব করতে চাইছে। সকাল থেকেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দান করছে ও দার্জিলিং লোকসভা (Darjeeling Lok Sabha) কেন্দ্রে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular