skip to content
Wednesday, January 22, 2025
HomeScrollলাগাতার ১৫ দিন ধরে লোডশেডিং, প্রতিবাদে অবরোধ, ঘটনাস্থলে পুলিশ
Basirhat ps Incident

লাগাতার ১৫ দিন ধরে লোডশেডিং, প্রতিবাদে অবরোধ, ঘটনাস্থলে পুলিশ

বসিরহাট পুরসভার ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দিঘির রোড অবরোধ করে

Follow Us :

বসিরহাট: একে প্রচণ্ড গরম। তার উপরে লোডশেডিং। যার ফলে হাঁসফাঁস অবস্থা। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা বসিরহাট থানার (Basirhat PS) বিভিন্ন এলাকায় গরমের মধ্যে লাগাতার পাল্লা দিয়ে লোডশেডিং হচ্ছে। অসুস্থ হয়ে পড়ছে বাড়ির বড় থেকে ছোটরা। যার ফলে বাধ্য হয়ে আজ, শুক্রবার সকাল থেকে বসিরহাট পুরসভার ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দিঘির রোড অবরোধ করে রেখেছে। তাদের দাবি লাগাতার লোডশেডিং হচ্ছে যার কারণে বাড়ির বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধা, শিশুরা অসুস্থ হয়ে পড়ছে।

বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে বিদ্যুৎ দফতরের লোকেদেরকে এখানে আসতে হবে। তারপরে আমরা এই অবরোধ তুলব। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ। অবরোধের ফলে যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছে। এক স্থানীয় বাসিন্দার বক্তব্য, এবার প্রচণ্ড গরম। তার উপরে প্রায় প্রতিদিন রাতে বিদ্যুৎ সরবরাহে সমস্যা হচ্ছে। লোডশেডিং হচ্ছে নিয়ম করে। এর থেকে কোনও সুরাহা মিলছে না। তাই বাধ্য হয়ে অবরোধের রাস্তায় হাঁটতে হয়েছে।

আরও পড়ুন: বিজেপি কর্মী খুনের অভিযোগ উঠল ময়নায়

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular