Thursday, August 7, 2025
HomeকলকাতাKMC Election 2021: বিক্ষিপ্ত অশান্তি-বোমাবাজি, কমিশন বলল পুরভোট শান্তিতেই

KMC Election 2021: বিক্ষিপ্ত অশান্তি-বোমাবাজি, কমিশন বলল পুরভোট শান্তিতেই

Follow Us :

কলকাতা: ভোটগ্রহণ (2021 Kolkata Municipal Corporation election) শুরু হয়েছে। নিরাপত্তার ঘেরাটোপে ১৪৪টি বুথ ( Live KMC Polls 2021)। মোতায়েন সাড়ে ২৩ হাজার পুলিস। কলকাতা পুরভোটে (Kolkata Municipal Corporation Election 2021)এ বার মোট ভোটার ৪০,৪৮,৩৫২ জন। সবচেয়ে বেশি ভোটার ৬৬ নম্বর ওয়ার্ডে। ৯৫,০৩৮ জন। সবচেয়ে কম ভোটার ৮৭ নম্বর ওয়ার্ডে। ১০,০৩৩ জন। ভোটগ্রহণের জন্য মোট ৪৯৫৯টি বুথের ব্যবস্থা হয়েছে। এর মধ্যে ১১৩৯টি বুথকে সংবেদনশীল বলে চিহ্নিত করেছে রাজ্য নির্বাচন কমিশন।

কলকাতা পুরভোট লাইভ আপডেট ২০২১

  • বেলা ২ টো ৪৪: টাকি স্কুলের বোমাবাজিতে গ্রেফতার ১
  • বেলা ২ টো ৪০: সব বুথে সশস্ত্র পুলিস রয়েছে, জানালেন যুগ্ম পুলিস কমিশনার 
  • বেলা ২ টো ৩৮: ভোটে অশান্তি পাকানোয় বিকেল ২টো পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। মোটের উপর শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
  • বেলা ২ টো ৩১: বিরোধীরা এজেন্ট দিতে না-পারলে, টিএমসি কী করবে? ভোট দিয়ে বেরিয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • বেলা ২ টো ৩০: টিএমসি-র কেউ অশান্তিতে জড়িত এটা যদি প্রমাণ হয়, তা হলে ২৪ ঘণ্টার মধ্যে দৃষ্টান্তমূলক পদক্ষেপ। জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: KMC Election 2021: ইভিএম বিকল, ১১৬-র ২২ নম্বর বুথে ঘণ্টাখানেক বন্ধ ভোটগ্রহণ

  • বেলা ২ টো ১৬: ১টা পর্যন্ত ভোটদানের হার ৩৮ শতাংশ।
  • বেলা ২ টো ০৩: যাদবপুরের ১০৯ নম্বর ওয়ার্ডে বিজেপি-র বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ।
  • বেলা ২ টো ০২: বেলেঘাটার ২৮ নম্বর ওয়ার্ডে ভোটারদের প্রভাবিত করতে বিরিয়ানি খাওয়ানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
  • বেলা ২ টো ০১: মেটিয়াবুরুজের ১৩৮ নম্বর ওয়ার্ডে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে আইকার্ড চেক না-করে ভোট দিতে দেওয়ার অভিযোগ।  

  • বেলা ১ টা ৫৯: মেটিয়াবুরুজের ১৩৮ নম্বর বুথে সেক্টর অফিসারের বিরুদ্ধ ভোটপ্রক্রিয়ার গতি শ্লথ করার অভিযোগ। লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের বিভ্রান্ত করার অভিযোগ।
  • বেলা ১ টা ৫৮: মেটিয়াবুরুজের ১৩৭ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে ভোট প্রভাবিত করার অভিযোগ।
    কমশনে নালিশ।

আরও পড়ুন: KMC Election Fake Voter: ১০২ নম্বর ওয়ার্ডে একই মহিলা

  • বেলা ১ টা ৫৭: রাসবিহারীর ৮৬ নম্বর বুথে ভোটপ্রক্রিয়া বানচালের চেষ্টা, অভিযোগে আটক ২।
    বেহালা পূর্বের ১১৫ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ক্যাম্প করার অভিযোগ নির্দল প্রার্থীর বিরুদ্ধে।
  • বেলা ১ টা ৫৬: কসবার ৯২ নম্বর ওয়ার্ডে বুথের ভিতর থেকে ২ জন টিএমসি সমর্থক গ্রেফতার।
    রাসবিহারীর ৮৬ নম্বর ওয়ার্ডে বিজেপির বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ।

  • বেলা ১ টা ৫৫: এন্টালির ৫৬ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ।
    চৌরঙ্গির ৫১ নম্বর ওয়ার্ডে পুলিসের সামনেই কংগ্রেস এজেন্ট ও সমর্থকদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ।
  • বেলা ১ টা ১৫: বেলেঘাটার ৩০ নম্বর ওয়ার্ডে বামপ্রার্থীর এজেন্টকে মারধর। মুখ ফাটল বাম এজেন্টের। সিপিএমের অভিযোগ, তৃণমূলের লোকজন মারধর করেছে। অভিযোগ অস্বীকার শাসকদলের।
  • বেলা ১ টা ১২: ছাপ্পা ভোটের প্রতিবাদ করায় আক্রান্ত সিপিএম প্রার্থী অজন্তা দাসের পোলিং এজেন্ট অরিজিৎ দত্ত। বুথ থেকে বের করে এনে মারধর। অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের দিকে। ১১৩ নম্বর ওয়ার্ডের ঘটনা।

আরও পড়ুন: KMC Election CCTV Camera: বেলেঘাটার বুথে সিসিটিভি ক্যামেরা ঢেকে দেওয়া হল

  • বেলা ১ টা ১০: ৭৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বাইক বাহিনীর দাপটের অভিযোগ
  •  বেলা ১২টা ১৮: পুরভোটে অশান্তির অভিযোগ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে গেল বিজেপি ও কংগ্রেস।
  • বেলা ১২টা ১৮: জৈন স্কুলে বুথের মধ্যে কংগ্রেস-তৃণমূল হাতাহাতি। আক্রান্ত ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী।

  • দুপুর ১১টা ৩২: সস্ত্রীক ভোট দিলেন রাজ্যপাল।
  • দুপুর ১১টা ২৯: সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার ১৮.৫১ শতাংশ।
  • দুপুর ১১টা ২৭: শিয়ালদায় টাকি স্কুলের সামনে বোমাবাজি। গুরুতর জখম এক ভোটার। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। সকাল থেকেই এখানে অশান্তিতে জড়িয়ে পড়ে কংগ্রেস ও টিএমসি। ঘটনাকে কেন্দ্র করে শিয়ালদা স্টেশন চত্বরে উত্তেজনা।

                                            শিয়ালদায় বোমাবাজি

আরও পড়ুন:  শিয়ালদহে বুথের সামনে ব্যাপক বোমাবাজি। গুরুতর জখম তিন ভোটার

  • দুপুর ১১টা : ১০১, ১০২, ১১০ নম্বর ওয়ার্ডে অবাধ ছাপ্পা ও ভোট লুঠের প্রতিবাদে সিপিআইএম প্রার্থীরা এখন বাঘাযতীন মোড়ে রাস্তা অবরোধ শুরু করেছেন।

  • সকাল ১০টা ৫৮: বেলেঘাটার ৩৬ নম্বর ওয়ার্ডে ভোট চলাকালীন সিসিটিভি বন্ধ করে দেওয়ার অভিযোগ।
    সিসিটিভি বন্ধ করে দেওয়ার অভিযোগ তোলেন ৩৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী নন্দন ঘোষ। বুথের বেঞ্চে উঠে সাদা কাগজে ঢাকে দেওয়া হয় সিসিটিভি! সেই ফুটেজ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে। অভিযোগ খারিজ করেন তৃণমূল প্রার্থী শচীনকুমার সিংহ। বুথের প্রিসাইডিং অফিসারও অভিযোগ অস্বীকার করেছিলেন।                
  • সকাল ১০টা ৩৫: নির্দল প্রার্থীর সঙ্গে বচসায় মীনাদেবী পুরোহিত।
  • সকাল ১০টা ২৬: ৭ নং ওয়ার্ডে লাইন দিয়ে ভোট দিচ্ছেন মহিলারা।

                                                     লাইনে মহিলা ভোটাররা

  • সকাল ১০টা ২৫: ভোটে অশান্তি পাকানোয় বেলা ১২টা পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিস।
  • সকাল ১০টা ২৩: ৪৫ নম্বর ওয়ার্ডের জৈন বিদ্যালয়ে মারামারি।  ভুয়ো ভোটার ধরার অভিযোগ বিজেপির। হাতাহাতিতে রক্তাক্ত যুবক।

  • সকাল ১০টা ১৮: তালতলায় ৫৩ নম্বর ওয়ার্ডে অশান্তি। কংগ্রেস-তৃণমূল হাতাহাতি। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ।কংগ্রেসের বিরুদ্ধে পালটা ভোটারদের প্রভাবিত করার অভিযোগ।                            
  • সকাল ১০টা ৪: বেলেঘাটার ৩৬ নম্বর ওয়ার্ডে বোমাবাজি। খান্না হাইস্কুলের সামনে পড়ল ২টি বোমা।
  • সকাল  ৯টা  ৫৯: বেসরকারি হাসপাতালের ছাদে তৈরি হচ্ছে বিরিয়ানি।
  • সকাল  ৯টা  ৫০:  মানিকতলায় ভোটারদের বিরিয়ানি খাইয়ে প্রভাবিত করার অভিযোগ। বিজেপি-র বিরুদ্ধে অভিযোগ তুলল তৃণমূল

  • সকাল  ৯টা  ৪৭:   গাঙ্গুলিবাগানে বাম এজেন্টদের বাধা 
  • সকাল  ৯টা  ৪১:  ১০ নম্বর ওয়ার্ডে শৈলেন্দ্র সরকার স্কুলে সিপিএম এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠল
  • সকাল  ৯টা  ৪০: ১৩ নম্বর ওয়ার্ডে বামপ্রার্থীকে বুথে ঢুকতে বাধা। বাম পোলিং এজেন্টকে হুমিক দেওয়ার অভিযোগ।
  • সকাল  ৯টা ৩৯:  উল্টোডাঙায় বাম প্রার্থীকে হেনস্থার অভিযোগ। জোড়াবাগানে হেনস্থার শিকার মীনা দেবী পুরোহিত।
  • সকাল  ৯টা ৩৩: ৪৫ নং ওয়ার্ডের ভুয়ো ভোটার ধরা নিয়ে কংগ্রেস-তৃণমূল  প্রার্থীর হাতাহাতি।  পুলিসের সামনেই ধস্তাধস্তি।                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
  • সকাল  ৯টা:  কলকাতা পুরসভায় ভোটদানের হার  ৯ শতাংশ।                                      

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Bangla Bolche | Tanmay Ghosh | 'গোয়েবেলসের সস্তা ভার্সন মালব্য'
01:48
Video thumbnail
Politics | 'মা গঙ্গা দুয়ারে স্বর্গে যান এবারে'
03:14
Video thumbnail
Bangla Bolche | Tanmay Ghosh | কমিশনকে কাজে লাগিয়ে কী চায় বিজেপি?
02:25
Video thumbnail
Politics | উপরাষ্ট্রপতি বাংলা থেকে, মোদি-শাহ বসবেন বেঁকে?
02:55
Video thumbnail
Bangla Bolche | CPM-Congress | প্রান্তিক মানুষের কাছে প্রয়োজনীয় ডকুমেন্ট মিলবে কী?
05:19
Video thumbnail
Politics | বিহারে পাঁচ দলের জোট নিয়ে তেজপ্রতাপ পড়বেন ঝাঁপিয়ে
03:28
Video thumbnail
Bangla Bolche | Shatarupa | ভোটার লিষ্ট থেকে বাংলায় ১ কোটি নাম বাদ যেতে পারে?
02:12
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Forth Pillar | স/ন্ত্রা/সবাদ শেষ নিঃশ্বাস নিচ্ছে? না কি খালি তার কৌশল পাল্টাচ্ছে?
00:44
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Forth Pillar | ফাঁকা বুলি আর কতবার? কাশ্মীরে মিথ্যের পাহাড়
00:49
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Forth Pillar | ৩৭০ বিলোপ হল, কাশ্মীরে কী শান্তি ফিরল?
01:08

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39