Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsনয়নতারা অভিনীত 'অন্নপূরানি' বন্ধ নেটফ্লিক্সে

নয়নতারা অভিনীত ‘অন্নপূরানি’ বন্ধ নেটফ্লিক্সে

Follow Us :

নয়াদিল্লি: চলচ্চিত্রে রাজনীতি অথবা রাজনীতিতে চলচ্চিত্র। কফির কাপে ঝড় তুলে ঘণ্টাখানেক তর্ক-বিতর্ক চলতেই পারে। কিন্তু, ফের একটি সিনেমা রাজনীতির যূপকাষ্ঠে পড়ল। সদ্য মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘অন্নপূরানি’ (অন্নপূর্ণা) রাজনীতির শিকার। বিতর্ক ও আইনি জালে জড়িয়ে যাওয়ায় নেটফ্লিক্স ছবিটি তুলে নিয়েছে। হিন্দুত্ববাদীদের আপত্তি এবং সোশাল মিডিয়ায় এই ছবিকে হিন্দু ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে অভিযোগ।

জি ৫ যারা এই ছবিটি প্রযোজনা করেছে, তারা বিশ্ব হিন্দু পরিষদের কাছে এ বিষয়ে ক্ষমাও চেয়েছে। ছবিটি নিয়ে ভারতীয় জনতা পার্টির শাগরেদ সংগঠনগুলি ছবির একটি সংলাপ নিয়ে প্রবল আপত্তি তোলে। ছবিতে রয়েছে এক ব্যক্তি এক মহিলাকে বলছে, বনবাসে থাকার সময় রাম মাংস খেতেন।

আরও পড়ুন: আমি মারিনি, ঘুম ভেঙে দেখি ছেলে মৃত, জেরায় সূচনা

যুক্তি হিসেবে তিনি বলছেন, রামের হাতে যে তির-ধনুক থাকে, তা খাদ্যের জন্য পশু শিকারের প্রতীক। এছাড়াও হিন্দুত্বের ধ্বজাধারীদের আরও আপত্তি রয়েছে। তা হল উচ্চবর্ণের হিন্দুরা মাংস রান্না করে এবং খায়। তাদের মুসলিম বন্ধুও আছে, এ ধরনের আপত্তিকর দৃশ্য ও সংলাপ রয়েছে বলে অভিযোগ।

নামভূমিকায় দক্ষিণী নায়িকা নয়নতারা ছাড়াও জয় এবং সত্যরাজ অভিনয় করেছেন। জি ৫ কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে বলেছে, হিন্দু ও ব্রাহ্মণদের অপমান করার কোনও উদ্দেশ্য তাদের ছিল না। যদি কারও আত্মাভিমানে লেগে থাকে, তাহলে তার জন্য তারা ক্ষমাপ্রার্থী। উল্লেখ্য, গত ডিসেম্বরে তামিলনাড়ুতে ছবিটি মুক্তি পায়। অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন কর্তৃপক্ষ ছবিটিকে ছাড়পত্র দিয়েছে।

গত ৮ জানুয়ারি হিন্দুত্ববাদীদের একটি সংগঠন ছবির সঙ্গে সংশ্লিষ্ট অভিনেতা ও নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মুম্বইয়ে। যার ভিত্তিতে সকলের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।

অন্য় খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular