Placeholder canvas

Placeholder canvas
HomeBig news'আকেলি' দেশে ফিরলেন অভিনেত্রী নুসরত ভারুচা

‘আকেলি’ দেশে ফিরলেন অভিনেত্রী নুসরত ভারুচা

চোখেমুখে একরাশ ক্লান্তি-বিরক্তি

Follow Us :

মুম্বই ও নয়াদিল্লি: নিরাপদে দেশে ফিরলেন বলি অভিনেত্রী (Bollywood Actor) নুসরত ভারুচা (Nushrratt Bharuccha)। যুদ্ধদীর্ণ ইজরায়েলে (Israel) গিয়ে আটকে পড়েছিলেন তিনি। রবিবার দুপুরের পর মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) তাঁকে দেখা গিয়েছে। চোখেমুখে ছিল প্রচণ্ড বিরক্তি ভাব। ভারতীয় দূতাবাসের (Indian Embassy) সহায়তায় তিনি একটি বিমানে দেশে ফিরতে সক্ষম হন। বিমানবন্দরে তাঁকে ইজরায়েল সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি কোনও প্রশ্নের উত্তর দেননি। বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি বিরক্ত মুখে গাড়ির জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যান।

কোনও মেকআপ ছাড়া তাঁকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। গোলাপি রঙের একটি কো-অর্ড সেট পরনে ছিল অভিনেত্রীর। কাঁধ থেকে ঝোলা কোমরের কাছে ছিল একটি স্লিং ব্যাগ। হঠাৎ ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ শুরু হওয়ায় সেখানে আটকে পড়েন অভিনেত্রী নুসরত ভারুচা (Nushrratt Bharuccha) । এমনকী অভিনেত্রীর (Actress) ফোনও বন্ধ ছিল। যোগাযোগ করা যাচ্ছিল না তাঁর সঙ্গে।

আরও পড়ুন: ইজরায়েল যুদ্ধ নিয়ে বৈঠক ডাকল নিরাপত্তা পরিষদ

আন্তর্জাতিক চলচ্চিত্র অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন অভিনেত্রী। তিনি হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Haifa International Film Festival) অংশ নিতে সেখানে গিয়েছিলেন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর সঙ্গে শেষ যোগাযোগ হয়। সেই যোগাযোগের সময় তিনি একটি বেসমেন্টে নিরাপদ অবস্থায় ছিলেন। কিন্তু সেই শেষ যোগাযোগের পর থেকে নুসরতের কাছে পৌঁছনোর চেষ্টা ব্যর্থ হয়েছে। সম্প্রতি অগাস্টে মুক্তি পাওয়া আকেলি (Akelli) ছবিতে দেখা গিয়েছে নুসরতকে। ছবিটিতে ইরাকের গৃহযুদ্ধে আটকে পড়া একটি মেয়ের গল্প দেখানো হয়েছে। যে বিশৃঙ্খলার মধ্যে বাড়ি ফেরার জন্য সংগ্রাম করছে। ছবিটির কাহিনি অভিনেত্রীর জীবনে বাস্তবে পরিণত হয়েছে।

নুসরত ইনস্টাগ্রামে ছবিটির ট্রেলার শেয়ার করেছিলেন। তাঁর ভক্তদের এটি দেখার জন্য অনুরোধ করেছিলেন। ভিডিওটির পাশাপাশি তিনি লিখেছেন, আকেলি— তাঁর জীবনের জন্য লড়াই করা একজন সাধারণ মেয়ের যাত্রা। নুসরত ভারুচার ছবিতে যুদ্ধ-বিধ্বস্ত ইরাকে একা আটকে পড়া এক ভারতীয় মেয়ে এবং সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে টিকে থাকার জন্য তার অসাধারণ সংগ্রামের চিত্র তুলে ধরা হয়েছে।

দেখুন অন্য় খবর

RELATED ARTICLES

Most Popular