Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsউত্তরকাশীতে বৃষ্টি, তুষারপাতের পূর্বাভাস, তাপমাত্রা নামবে ৪ ডিগ্রিতে

উত্তরকাশীতে বৃষ্টি, তুষারপাতের পূর্বাভাস, তাপমাত্রা নামবে ৪ ডিগ্রিতে

সুড়ঙ্গে জল ঢুকলে বড় বিপদের আশঙ্কা

Follow Us :

উত্তরকাশী: আর কত রাত কাটাতে হবে সুড়ঙ্গে (Uttarkashi Tunnel Colapse)? আদৌ কি বাইরের পৃথিবীর আলো দেখতে পাবেন ১৬ দিন ধরে উত্তরকাশীর ধসে পড়া সুড়ঙ্গে আটক শ্রমিকরা? উদ্ধারকারীদের কাছেও স্পষ্টভাবে তার জবাব নেই। উপর থেকে খুঁড়ে উদ্ধারের কাজ ৩১ মিটার পর্যন্ত এগিয়ে গিয়েছে। পাশাপাশি ভেঙে যাওয়া মেশিনের শেষতম টুকরোটিও বের করে ফেলা হয়েছে।

দুপুরের পর থেকেই শুরু হবে হাতে খননের কাজ। কিন্তু, এবার বিজ্ঞান নয়, বাধা আসতে চলেছে প্রকৃতির দিক থেকে। ঠান্ডা ক্রমশ তীব্র হচ্ছে। যা উত্তরাখণ্ডের (Uttarakhand) পক্ষে স্বাভাবিক। কিন্তু আবহাওয়া দফতর (IMD) আজ, সোমবার থেকে বৃষ্টি (Rain), বজ্রপাত (Hailstorm) ও তুষারপাতের (Snowfall) পূর্বাভাস (Uttarkashi Weather Forecast) দিয়েছে। ন্যূনতম তাপমাত্রা ৪ ডিগ্রিতে নেমে আসার সম্ভাবনা। এই প্রতিকূলতা মোকাবিলা কীভাবে হবে, তা নিয়ে দুশ্চিন্তার মেঘ ঘনাচ্ছে।

আরও পড়ুন: গুজরাতে বজ্রপাতে মৃত ২০

আবহাওয়ার পূর্বাভাস মিলে গেলে উদ্ধারকাজ (Uttarkashi Resque Operation) ফের ব্যাহত হতে পারে। শুধু তাই নয়, সুড়ঙ্গে জল ঢোকার সম্ভাবনাও বাড়বে। ইতিমধ্যেই উত্তরাখণ্ডের চামোলি, উত্তরকাশী ও পিথোরাগড় এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামিকাল, ২৮ নভেম্বরেও একই অবস্থা থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে।

১২ নভেম্বর থেকে সাড়ে চার কিমি দীর্ঘ সুড়ঙ্গের ভিতর আটকে রয়েছেন ৪১ জন কর্মী। তাঁদের কাছে ছোট পাইপের সাহায্যে অক্সিজেন, খাবার, পানীয় জল পৌঁছে দেওয়া গেলেও পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছেন উদ্ধারকারীরা। কিন্তু, এখন নতুন সঙ্কটের মুখোমুখি হতে চলেছে গোটা টিম। প্রচণ্ড ঠান্ডায় দিনরাত এক করে কাজ করে গেলেও যদি বৃষ্টি নামে কিংবা তুষারপাত হতে শুরু করে তাহলে উপর থেকে খননকাজও ব্যাহত হতে পারে। এমনকী অতিবৃষ্টি হলে ফের ধস নামার এবং সুড়ঙ্গে জল ঢোকার আশঙ্কা রয়ে যাচ্ছে।

যদিও ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NHIDCL), যারা এই সুড়ঙ্গ তৈরি কাজ করছে, তাদের আধিকারিক মাহমুদ আহমেদ জানিয়েছেন, উদ্ধারকারীরা যে কোনও আবহাওয়ায় কাজ করার মতো প্রশিক্ষিত। ফলে বৃষ্টি ও বরফ পড়া নিয়ে চিন্তার কারণ নেই। আহমেদ আরও জানান, উপর থেকে খনন শুরু হয়েছে তা বৃহস্পতিবারের মধ্যে শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। অবশ্য যদি না নতুন করে কোনও বাধা আসে।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular