Placeholder canvas

Placeholder canvas
HomeBig news২ হাজার টাকার কত নোট রয়েছে আপনার কাছে? কী হতে পারে?

২ হাজার টাকার কত নোট রয়েছে আপনার কাছে? কী হতে পারে?

Follow Us :

নয়াদিল্লি: ৯৭৬০ কোটি টাকার ২০০০-এর নোট (Rs 2000 Banknotes) এখনও ব্যাঙ্কে জমা পড়েনি বা বদল করা হয়নি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এই তথ্য প্রকাশ করল। ২০২৩ সালের ১৯ মে পর্যন্ত ৩.৬৫ লক্ষ কোটি টাকার ২ হাজারের নোট বাজারে ছিল।

অর্থাৎ ২০০০ টাকার নোট তুলে নেওয়ার পর থেকে এ পর্যন্ত ৯৭.২৬ শতাংশ এই মূল্যের নোট সরকারের ঘরে ফেরত এসেছে। সে কারণে এখনই ২ হাজারের নোট পুরোপুরি বাতিল করা হচ্ছে না। প্রাথমিকভাবে ৩০ সেপ্টেম্বর এবং পরে তার মেয়াদ বাড়িয়ে ৭ অক্টোবর করা হয় ২ হাজারের নোট ব্যাঙ্কে জমা করার।

আরও পড়ুন: সোমে শুরু শীত অধিবেশন, উত্তাপের আঁচ

আজ, শুক্রবার এক বিবৃতিতে আরবিআই বলেছে, সেই কারণে ২ হাজার টাকার নোট এখনও লেনদেন করা যাবে। দেশের ১৯টি আরবিআইয়ের অফিসে এই নোট বদল অথবা জমা দেওয়া যাবে। নিজে না আসতে পারলে ভারতীয় ডাকের মাধ্যমে আরবিআইয়ের অফিসে টাকা পাঠিয়ে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করার সুবিধাও দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালে নোটবন্দির সময় এক হাজার এবং পাঁচশো টাকার নোট বাতিলের সময় ২০০০ টাকার নোট বাজারে ছাড়ে সরকার।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular