Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent Newsপুজোয় অসুর বৃষ্টি, নবমী-দশমী ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ

পুজোয় অসুর বৃষ্টি, নবমী-দশমী ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ

Follow Us :

কলকাতা: পুজোতেও নিম্নচাপের ভ্রুকুটি। পিছু ছাড়ছে না বৃষ্টি। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। অষ্টমী থেকে দশমী পর্যন্ত কলকাতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

আলিপুর আবহাওয়া দফতর কর্তারা জানিয়েছেন, উত্তর আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। নবমী ও দশমীতে উপকূলবর্তী জেলা ও কলকাতায় বাড়তে পারে বৃষ্টি। তবে, পুজোর শুরুতেই বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। একই সঙ্গে পুজোয় উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা।

আরও পড়ুন- দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি আজও, অন্যান্য জেলায় কী পূর্বাভাস?

আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ ৬ অক্টোবর বুধবার থেকে উত্তর পশ্চিম ভারতে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু,, বাংলা থেকে কবে বর্ষা কবে বিদায় নেবে, তা এখনও নিশ্চিত নয়। আর এতেই, সিঁদূরে মেঘ দেখছেন পুজো উদ্যোক্তারা। করোনা, বৃষ্টিতে সব কিছু পন্ড হবে নাতো? এই চিন্তায় ঘোরাফেরা করছে সকলের মনে।

RELATED ARTICLES

Most Popular