Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsIPL: বিশ্বের সেরা ধনী লিগে বদলে যেতে চলেছে , খুশি সৌরভ

IPL: বিশ্বের সেরা ধনী লিগে বদলে যেতে চলেছে , খুশি সৌরভ

Follow Us :

লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়েও (ইপিএল) বেশি অর্থের টিভি স্বত্ত্ব পেতে চলেছে ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল)। বেজায় খুশি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

বিসিসিআই সভাপতি সৌরভ ইন্ডিয়ান লিডারশিপ কাউন্সিলের এক অনুষ্ঠানে বলেছেন,‘আমি এই টুর্নামেন্টটিকে চোখের সামনে বড় থেকে অনেক বড় মাপের হয়ে উঠতে দেখেছি। এক সময় ক্রিকেট খেলে আমি এবং আমার মতো ক্রিকেটাররা কয়েক হাজার টাকা আয় করতাম। আর এখন সেটা কয়েক কোটি টাকা হয়েছে।’

ফোর্বসের তথ্য অনুযায়ী, গত বছর আইপিএল ছিল বিশ্বের সবচেয়ে বেশি অর্থ অর্জন করা লিগের মধ্যে চতুর্থ স্থানে । উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (১০ম), লা লিগা (৭ম), প্রিমিয়ার লিগের (৬ষ্ঠ) চেয়ে বেশি অর্থ আয় করেছে আইপিএল। সবচেয়ে বেশি আয় করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল/ রাগবি), দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে বাস্কেটবল লিগ।

আইপিএল ৬ বিলিয়ন ডলার ( প্রায় ৪৬,৮৮৬ কোটি টাকা) , ইপিএল ৫.৩ বিলিয়ন ডলার ( প্রায় ৪১, ৪১৬ কোটি টাকা) , লা লিগা ৪.৫ বিলিয়ন ডলার ( প্রায় ৩৫,৪৬১ কোটি টাকা) আয় করেছে।

ছবি: সৌ টুইটার।

RELATED ARTICLES

Most Popular