Friday, July 18, 2025
HomeCurrent News‘টিভির বিতর্কই বেশি দূষণ তৈরি করছে’, দিল্লির বায়ু দূষণ মামলায় সংবাদ মাধ্যমকে...

‘টিভির বিতর্কই বেশি দূষণ তৈরি করছে’, দিল্লির বায়ু দূষণ মামলায় সংবাদ মাধ্যমকে কটাক্ষ প্রধান বিচারপতির

Follow Us :

নয়াদিল্লি: বায়ু দূষণে (Air Pollution) জেরবার দিল্লি (Delhi)৷ এই দূষণ নিয়ন্ত্রণ ও কার দোষ তা নির্ধারণে এখন শীর্ষ আদালত উত্তর খোঁজার চেষ্টা করছে৷ তা করতে গিয়েই মামলার বুধবারের শুনানিতে দেশের প্রধান বিচারপতি এনভি রামানা (CJI NV Ramana) বিস্ফোরক মন্তব্য করলেন৷ মূলত, বায়ু দূষণ নিয়ে সংবাদ চ্যানেলের (News Channel) বিতর্ক সভার দিকেই ইঙ্গিত করেছেন তিনি৷ তাঁর দাবি, ‘টিভির বিতর্কই বেশি দূষণ তৈরি করছে৷ প্রত্যেকেরই নিজস্ব অ্যাজেন্ডা আছে৷’

এ দিনের শুনানির শুরুতেই সলিসিটর জেনারেল তুষার মেহেতা একটি অভিযোগ করেন৷ আদালতে তিনি বলেন,‘ আমাকে শুরুতেই কিছু বলতে হবে….আমি আমার বিরুদ্ধে টেলিভিশন-মিডিয়ায় কিছু দায়িত্বজ্ঞানহীন এবং বাজে কথা শুনেছি যে, আমি আদালতকে বিভ্রান্ত করেছি।’ যদিও বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং সূর্য কান্তের সমন্বয়ে গঠিত বেঞ্চ  বলে, ‘আদালত বিভ্রান্ত হয়নি৷’

আরও পড়ুন-বিজেপির কলকাতা, হাওড়া পুরভোটের কমিটিতে অধিকাংশই প্রাক্তন তৃণমূল নেতা

প্রধান বিচারপতি এনভি রামানা সলিসিটর জেনারেল তুষার মেহেতাকে বলেন, ‘ আপনি যখন সরকারি পদে থাকবেন তখন আপনাকে এ ধরনের সমালোচনা শুনতে হবে৷’ এখানেই থামেননি প্রধান বিচারপতি৷ সংবাদ মাধ্যমকে কটাক্ষ করে তিনি বলেন, ‘টিভির বিতর্কেই বেশি দূষণ তৈরি হচ্ছে৷ তারা আলোচনার বিষয় বস্তুর বাইরেও মন্তব্য করছে৷ প্রত্যেকের নিজস্ব অ্যাজেন্ডা আছে। আমরা যেমন কারোর অ্যাজেন্ডা গঠনে সাহায্য করতে পারি না এবং তেমনই আমরা নিয়ন্ত্রণও করতে পারি না। আমরা সমাধানটি বের করার দিকে মনোনিবেশ করছি।”

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39