Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent Newsছুটির দিনে কি কলকাতায় বৃষ্টির ভ্রুকুটি?

ছুটির দিনে কি কলকাতায় বৃষ্টির ভ্রুকুটি?

Follow Us :

কলকাতা: যতই ঘন ঘন আবহাওয়ার মেজাজ বদলাক না কেন হাওয়া অফিস জানাচ্ছে, এবার খেলা শুরু শীতের। বর্তমানে কলকাতার পারদ নেমেছে ১৯ ডিগ্রি সেলসিয়াসের নিচে। অর্থাৎ সোমবার থেকে বদলে যাবে কলকাতার তাপমাত্রা। যদিও সাইক্লোন মিগজাউমের প্রভাবে তিন দিন কলকাতার আকাশের মুখ ভার ছিল। বৃহস্পতিবার বৃষ্টিও হয়েছিল কলকাতায়, তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই সাইক্লোনের প্রভাবাও কেটে যায়। ১১ তারিখ থেকে ১৩ তারিখের মধ্যে একধাক্কায় নামতে চলেছে কলকাতার তাপমাত্রা। নতুন করে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা কলকাতায় নেই।

আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমবে এবং সোমবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে স্বাভাবিকের নীচে। তবে অন্যান্য বছরের মতো চলতি বছর জাঁকিয়ে শীত পড়বে না, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন: আজ সারা দিন কেমন যাবে আপনার

দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমবে সোমবার থেকে। ইতিমধ্যেই প্রায় সমস্ত জেলাতেই রয়েছে শীতের আমেজ। তবে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় রীতিমতো জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে।

এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রার পারদও বেশ নিম্নমুখী। দার্জিলিং ছাড়া অন্য কোনও রাজ্যের বৃষ্টির সম্ভাবনা নেই। ইতিমধ্যেই মরশুমের প্রথম তুষারপাত হয়েছে দার্জিলিঙে। এরপর পাহাড়ে আরও বেড়েছে পর্যটকদের ভিড়।

RELATED ARTICLES

Most Popular