Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরBank Fraud Case: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে গায়েব ৭৭ লক্ষ টাকা, জালিয়াতির শিকার ১৫৩

Bank Fraud Case: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে গায়েব ৭৭ লক্ষ টাকা, জালিয়াতির শিকার ১৫৩

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: বর্ধমানের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে গায়েব ৭৭ লক্ষ টাকা। জালিয়াতির শিকার ১৫৩ জন গ্রাহক।মঙ্গলবার জেলাশাসকের কাছে অভিযোগ জানান তারা।সূত্রের খবর, আগামী শুক্রবার নবান্নে যাবেন তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি জানানর জন্য।এই ঘটনায় এখনও কোনও সদুত্তর পাওয়া যায়নি ব্রাঞ্চ ম্যনেজারের তরফে।তিনি জানিয়েছেন, এই তছরুপের ব্যাপারে তাঁর কিছুই জানা নেই।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

গ্রাহকরা জানিয়েছেন, অ্যাকাউন্টের সব টাকা গায়েব। যেখানে দৈনিক ১০ হাজার টাকা তোলা যায় সেখানে ৩ লাখ টাকা তুলে নেওয়া হচ্ছে।অথছ কোনও সই এর প্রয়োজন পড়ছে না। গ্রাহকদের অভিযোগ, ব্যাঙ্ক ম্যানেজার থেকে ফাস্ট ম্যানেজার, সিএসপির কর্ণধার সবাই জড়িত।তারা সকলে আত্মসাৎ করেছে ৭৭ লাখ টাকা। ১০ মাস ধরে একই ঘটনা চলছে।প্রথমে পুলিস সিএসপির কর্ণধারকে রিমান্ডে নিলেও পড়ে ছেড়ে দেয়।ঘটনাটি বিডিওর কাছে গিয়ে লিখিত জানানো হয়।কিন্তু কোনও উত্তর পাওয়া যায়নি।শেষে মঙ্গলবার গ্রাহকরা ভিড় করেন জেলাশাসকের দফতরে।তাঁরা জানায়, ডিএমএর কাছে লিখিত অভিযোগ জানানো হয়। তিনি কী সিদ্ধান্ত নেনে সেই অপেক্ষায় রয়েছি।কিন্তু সেখান থেকেও যদি সদুত্তর না পাওয়া যায় তাহলে শুক্রবার নবান্নে যাব।

করোনার সময় কালে বেশকিছু গ্রাহক বর্ধমানের ভান্ডারডিহি গ্রামের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ১৫৩ জন বিভিন্ন সময় বিভিন্নভাবে টাকা জমা রেখেছিলেন। দীর্ঘ ১৮ মাস ধরে ফিক্সডিপোজিটের সুদ ঢুকছিল অ্যাকাউন্টে । কিন্তু হঠাৎ বন্ধ হয়ে যায় ইন্টারেস্ট ঢোকা।এরপর ম্যানেজারের দ্বারস্থ হলে ম্যানেজার জানান ফিক্স ডিপোজিটের কাগজগুলো ভুয়ো কাগজ। তাই গ্রাহকদের এখন প্রশ্ন, তাহলে এতদিন ধরে এই ভুয়ো কাগজে কী করে সুদ ঢুকলো।রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা রেখে যদি সেই টাকা না পায় তাহলে কীভাবে বিশ্বাস করবে কেন্দ্রীয় সরকারের অধীনে এই ব্যাঙ্ক গুলিকে।একইসঙ্গে তাঁদের আরও অভিযোগ, ১৫৩ জনেরই ব্যাঙ্কে টাকা নেই।এদের সবারই একাউন্টে ব্যালেন্স জিরো। টাকা না পাওয়ায় মাথায় হাত গ্রাহকদের।

আরও পড়ুন Weather Forecast: বুধ থেকে টানা তিনদিন বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, ভিজবে উত্তরও

 

 

 

RELATED ARTICLES

Most Popular