Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsAnis Khan Murder: আনিসের মোবাইল উদ্ধার, বাড়িতে লাগানো হল সিসিটিভি ক্যামেরা

Anis Khan Murder: আনিসের মোবাইল উদ্ধার, বাড়িতে লাগানো হল সিসিটিভি ক্যামেরা

Follow Us :

আমতা: মৃত আনিসের মোবাইল ফোন উদ্ধার করা গিয়েছে৷ যেখান থেকে তাঁকে উদ্ধার করা হয়েছিল, তার পাশে থাকা বাঁশের ফাঁক থেকে মোবাইলটি উদ্ধার করা হয়েছে৷ সোমবার পুলিস সেই মোবাইল নিতে আনিসের বাড়িতে গেলে তাঁর বাবা দিতে অস্বীকার করেন৷ এদিকে পুলিসের তরফে আনিসের বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে৷ কারণ, দফায় দফায় বিক্ষোভ সংগঠিত হচ্ছে সেখানে৷ বহু লোকের সমাগম হচ্ছে৷ এর মাঝে আততায়ীরা আসছে নাতো-ইত্যাদি ভেবেই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে৷

অন্যদিকে, এদিন পুলিস আনিসের মোবাইল নিতে যায়৷ আনিসের বাবা সালিম খান তা দিতে অস্বীকার করেন৷ তাঁর স্পষ্ট বক্তব্য, পুলিসকে মোবাইল দেব না৷ সিবিআই বা আদালতকে মোবাইল দিতে পারি৷ কারণ, যে পুলিস আমার ছেলেকে চোর, গুন্ডা, ডাকাত বলছে তাকে ফোন দেওয়ার প্রশ্ন ওঠে না। আমরা সিবিআই তদন্ত চাই।

এক সাংবাদিক বৈঠকে হাওড়া গ্রামীণের পুলিস সুপার সৌম্য রায় জানিয়েছেন, আনিসের বিরুদ্ধে বাগনান থানায় শিশু যৌননিগ্রহের অভিযোগ রয়েছে। সেই মামলায় উলুবেড়িয়া আদালত থেকে সমন জারি হয়েছিল। এই ঘটনার সঙ্গে আনিসের মৃত্যুর কোনও সম্পর্ক রয়েছে কি না তা স্পষ্ট করেননি তিনি। তিনি একই সঙ্গে জানান, গোটা বিষয়টা তদন্ত সাপেক্ষ৷ আগে থেকে কোনও কিছু বলা সম্ভব নয়৷

আরও পড়ুন- Anis Khan Murder: আনিস-কাণ্ডে মিছিল, বিক্ষোভ, অবরোধে জেরবার মহানগরী

সন্ধেয় ভবানীভবনে সাংবাদিক বৈঠকে ডিজি জানান, তদন্ত হবে অত্যন্ত নিরপেক্ষ ভাবে। ঘটনার সঙ্গে পুলিস বা যেই যুক্ত থাকুক না কেন সঠিক তদন্ত হবে। যারা দোষী, তাদের সামনে আনা হবেই। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) সমস্ত দিক খোলা রেখে নিরপেক্ষ ভাবে তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি আরও জানান, ইতিমধ্যেই তদন্তকারী দল আমতায় পৌঁছে গিয়েছে। তারা সবকিছু খতিয়ে দেখবে।

দুপুরেই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিট গঠনের কথা জানান। তিনিও দাবি করেন, তদন্ত হবে নিরপেক্ষ। যারা দোষী তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। মুখ্যমন্ত্রী অবশ্য তখন ডিজি এবং মুখ্যসচিবও কমিটিতে থাকবেন বলে জানিয়েছিলেন।

 

RELATED ARTICLES

Most Popular