কলকাতা: মাতৃহারা হলেন অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টে মায়ের ছবি দিয়ে সুদীপা প্রকাশ্যে এনেছেন ফেলে আসা একটি মুহূর্ত। ক্যাপশনে তিনি লিখেছেন, “যদি থাকি কাছাকাছি- দেখিতে না পাও, ছায়ার মতন, আছি না আছি”।
জীবনের অন্যতম কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়েছেন অভিনেত্রী। বেশ কয়েকমাস আগে হৃদরোগে আক্রান্ত হন সুদীপার মা দিপালী চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করেছিলেন অভিনেত্রী। অনুরাগীদের মায়ের জন্য প্রার্থনা করতে অনুরোধ করেছিলেন। তারপর থেকেই শয্যাশায়ী ছিলেন দিপালী চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: ভূস্বর্গে এবার সৃজিতের ফেলুদা!
গত বছর মে মাসে হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন সুদীপার মা। তার তিন মাসের মাথায় ফের সেরিব্রাল অ্যাটাক। দীর্ঘ দিন ছিলেন ভেন্টিলেশনে। বার বার মৃত্যুর সঙ্গে লড়ে ফিরে এসেছেন দীপালি। তবে শেষরক্ষা হল না। মেয়ে সুদীপাকে ছেড়ে চিরদিনের মতো অনন্তলোকে পাড়ি দিলেন দীপালিদেবী। অভিনেত্রীর এমন দুঃসময়ে তাঁকে সমবেদনা জানিয়েছেন তাঁর অভিনয় জগতের বন্ধুরা। মন শক্ত করার উপদেশ দিয়েছেন সকলেই।
আরও খবর দেখুন