হাওড়া: শ্যামপুরে বেআইনি কারবার অব্যাহত। অভিযোগ রূপনারায়ণ (Rupnarayan) নদীর চর কেটে মাটি যাচ্ছে ইটভাটায়। নির্বিচারে কোপ পড়ছে রূপনারায়ণের চরে। যন্ত্র দিয়ে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায় (Brick Kiln)। শ্যামপুর ২ (Shyampur 2) নম্বর ব্লকের ডিহিমন্ডল ঘাট-১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দেদার নদীর চর কেটে সেই মাটি নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়। অথচ প্রশাসনের নজর নেই বলে অভিযোগ এলাকাবাসীর।
ডিহিমন্ডল ঘাট-১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় যেভাবে নদীর চর কাটা হচ্ছে তাতে নদী বাঁধের ক্ষতির আশঙ্কা করছেন এলাকার মানুষ। শ্যামপুরে প্রকাশ্যে নদী থেকে বালি তোলা বা চরের মাটি কাটা চলছে, এ অভিযোগ রয়েছে নানা এলাকায়। দিনের পর দিন যেমন ইচ্ছে মাটি কাটা চললে সমূহ বিপদ। তাতে নদীর গতিপথ বদলের পাশাপাশি নদীর পাড় ভাঙ্গনের আশঙ্কা করছেন এলাকার মানুষ। নদীর চর যাতে কাটা বন্ধ হয় সেবিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন তাঁরা।শ্যামপুরজুড়ে বেআইনিভাবে নদীর চর কাটা শাসকদলের মদতেই চলছে। প্রশাসন সব জেনেও চুপ বলে অভিযোগ বিজেপির।
আরও পড়ুন: শহরের দুই জায়গায় ইডির তল্লাশি
যদিও এ বিষয়ে শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল জানান,ইটভাটার মালিকদের কোনওরকম অন্যায় কাজ করতে দেওয়া হবে না। সে যেই দলেরই লোক হোক না কেন। প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবর দেখুন