HomeবিনোদনSalman Khan | Ranbir Kapoor | Aamir Khan | সলমনের বদলি রণবীর

Salman Khan | Ranbir Kapoor | Aamir Khan | সলমনের বদলি রণবীর

Follow Us :

মুম্বই : আমির খানের(Aamir Khan) প্রযোজনায় অভিনয় করতে চলেছেন রণবীর কাপুর(Ranbir Kapoor)।লাল সিং চাড্ডা(Laal Singh Chaddha)-র চুড়ান্ত ব্যর্থতার পর আমির জানিয়েছিলেন,স্প্যানিশ ফিল্ম চ্যাম্পিয়নস(Champeons)-এর হিন্দি রিমেক(Hindi Remake) তৈরি করতে চান তিনি।হিন্দি ছবিটির নামও চ্যাম্পিয়নস-ই রাখবেন বলে ঠিক করেছেন আমির খান। ছবিতে মিস্টার পারফেকসনিস্টেরই(Mr. Perfectionist) অভিনয় করার কথা ছিল।কিন্তু আপাতত বলিউড বিরতি নিয়েছেন তিনি।তাই চ্যাম্পিয়নস-এর নায়ক হিসেবে অন্যতম বন্ধু সলমন খানকে(Salman Khan) বেছে নিয়েছিলেন আমির।ছবিতে অভিনয় করতে রাজিও হয়ে গিয়েছিলেন ভাইজান(Bhaijaan)।কিন্তু বাধ সাধে বলিতারকার ব্যস্ত শ্যুটিং সিডিউল।এখনও বাকি রয়েছে সলমনের একাধিক ছবির শ্যুটিং।তাই চ্যাম্পিয়নস-এর জন্য ডেট দিতে পারবেন না দাবাং সুপারস্টার।অনিচ্ছা স্বত্বেও আমিরের ছবি থেকে সরে দাঁড়িয়েছেন ভাইজান।সদ্যই জানা গিয়েছে,সলমন সরে যাওয়ায় হিন্দি চ্যাম্পিয়নস-এর জন্য রণবীর কাপুরকে(Ranbir Kapoor) ছবিতে অভিনয়ের অফার দিয়েছেন আমির খান।

বলিউডের ভ্যারিয়াস অভিনেতাদের মধ্যে অন্যতম জুনিয়র আরকে।নানা ধরণের ছবিতে অভিনয় করছেন তিনি।তাই রণবীরকেই ছবিতে নিতে চান আমির খান।সূত্রের খবর,এর আগে কোনও স্পোর্টস ড্রামা ফিল্মে অভিনয় করেননি।তাই চ্যাম্পিয়নস-এর হিন্দি রিমেকে অবিনয় করতে রাজি হয়ে গিয়েছেন ব্রহ্মাস্ত্র তারকা।ছবিটি পরিচালনা করতে চলেছেন আর এস প্রসন্ন।শীঘ্রই হতে পারে ছবির আনুষ্ঠানিক ঘোষণা।তাই আমিরের প্রযোজনায় রণবীরের অভিনয় করা এখন শুধুই সময়ের অপেক্ষা।

RELATED ARTICLES

Most Popular