Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনসাজিদের জন্মদিনে খিলাড়ির ট্রেলার

সাজিদের জন্মদিনে খিলাড়ির ট্রেলার

Follow Us :

বড়পর্দায় মুক্তির একমাস আগে আসতে চলেছে অক্ষয় কুমারের পরবর্তী ছবি ‘বচ্চন পাণ্ডে’-র ট্রেলার।কয়েকদিন আগেই জানা গিয়েছিল ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে আক্কির আগামী ছবির ট্রেলার।কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছেন স্বয়ং ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।কিন্তু কেন পরিকল্পনা ভাঙলেন ‘বচ্চন পাণ্ডে’-র প্রযোজক? বলিপাড়া সূত্রে খবর,১৮ ফেব্রুয়ারি সাজিদ নাদিয়াদওয়ালার জন্মদিন।পাশাপাশি ১৮ সংখ্যাটা অক্ষয়ের জন্য খুব লাকি।এর আগে খিলাড়ির অনেক সুপারহিট ছবি মুক্তি পেয়েছে এই ১৮ তারিখেই।সেই কারণেই সাজিদ নাদিয়াদওয়ালা চান,১৮ ফেব্রুয়ারি তার জন্মদিনেই প্রকাশ্যে আসুক ‘বচ্চন পাণ্ডে’-র ট্রেলার।অক্ষয় কুমারের সঙ্গে ছবিতে দেখা যাবে নায়িকা কৃতি স্যাননকে।পাশাপাশি এই অ্যাকশন-কমেডি-ড্রামাতে রয়েছেন আরশাদ ওয়ার্সি,জ্যাকলিন ফার্নান্ডেজ,পঙ্কজ ত্রিপাঠি ছাড়াও অন্যান্যরা।করোনাকালে  ‘বেলবটম’ ও ‘সূর্যবংশী’-র মতো ছবি দিয়ে বক্সঅফিসের হাল ফিরিয়েছেন অক্ষয় কুমার।বর্তমানে বলিউড ছবির রোজগার তথৈবচ।তাই খিলাড়ির ‘বচ্চন পাণ্ডে’-র সাফল্যের দিকেই তাকিয়ে রয়েছে বলিপাড়া।

 

RELATED ARTICLES

Most Popular