Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনএ এক অন্য ভারতবর্ষ!

এ এক অন্য ভারতবর্ষ!

Follow Us :

আগামী ২৭ মে বড়পর্দায় মু্ক্তি পাচ্ছে আয়ুষ্মান খুরানা অভিনীত পরিচালক অনুভব সিনহার ছবি ‘আনেক’।প্রকাশ্যে এল ছবির ধুন্ধুমার ট্রেলার।ছবির প্রেক্ষাপট হিসেবে এবার দেশের উত্তর-পূর্ব ভারতকেই বেছে নিয়েছেন পরিচালক।দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় জর্জরিত দেশের এই বিস্তীর্ণ অংশ।কিন্তু আসল সমস্যাটা ঠিক কোথায়,সেটাই ‘আনেক’-এ খোঁজার চেষ্টা করেছেন অনুভব সিনহা।ছবিতে আয়ুষ্মান খুরানা রয়েছেন একজন আন্ডারকভার পুলিশের ভূমিকায়।তাঁর সঙ্গে দেখা যাবে মনোজ পাহওয়া,কুমুদ মিশ্রাকে।

একসময় ‘ক্যাশ’,’রা-ওয়ান’-এর মতো মেইনস্ট্রিম কমার্শিয়াল ছবি তৈরি করলেও ইদানিংকালে সোশ্যিও-পলিটিক্যাল ফিল্মেই এক নতুন খোঁজ শুরু করেছেন ফিল্মমেকার অনুভব সিনহা।‘মুলক’,’আর্টিকল ১৫’,’থাপ্পড়’ থেকে ‘আনেক’।তাঁর একের পর এক ছবি দর্শক ও সমালোচক মহলে সমাদৃত হয়েছে।‘আর্টিকল ১৫’-এর পর আরও একবার আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধেছেন অনুভব।

গত ছবির মতো নতুন ছবি ‘আনেক’-এও দেশের একটি বিশেষ অঞ্চলের সামাজিক ও রাজনৈতিক সমস্যা নিজের দৃষ্টিকোণ দিয়ে দেখাতে চেয়েছেন পরিচালক।অনুভব-আয়ুষ্মানের ‘আনেক’-ও যে একটি দুর্দান্ত ছবি হতে চলেছে সেটা কিন্তু ট্রেলার দেখেই বেশ বোঝা যাচ্ছে।২৭ মে বড়পর্দায় মুক্তি পাবে ‘আনেক’।

RELATED ARTICLES

Most Popular