Placeholder canvas

Placeholder canvas
HomeবিনোদনCitadel-Priyanka Chopra Jonas : প্রিয়াঙ্কার ‘সিটাডেল’

Citadel-Priyanka Chopra Jonas : প্রিয়াঙ্কার ‘সিটাডেল’

Follow Us :

মুম্বই : অবশেষে ওয়েব সিরিজে ডেবিউ করছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস(Priyanka Chopra Jonas)।শীঘ্রই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে আসছে রুশো ব্রাদার্সের(Russo Brothers) স্পাই থ্রিলার সিরিজ সিটাডেল(Citadel)। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিজের ঝা চকচকে ট্রেলার।সিরিজে একজন আন্ডারকভার এজেন্টের চরিত্রে অভিনয় করছেন পিগি চোপস্।তাঁর সঙ্গে দেখা যাবে ব্রিটিশ অভিনেতা রিচার্ড ম্যাডান(Richard Madden) সহ একঝাঁক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতাকে।দুর্দান্ত অ্যাকশন, স্টান্ট এবং টানটান সাসপেন্স,সব মিলিয়ে এককথায় দুর্দান্ত হতে চলেছে সিটাডেল। ২৮এপ্রিল থেকে শুরু হচ্ছে সিরিজের ওটিটি স্ট্রিমিং।
বিগত কয়েকবছর ধরেই বলিউডে সেইভাবে দেখা যাচ্ছে না অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে।কারণ,হলিউডে একঝাঁক নয়া প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিলেন বলিপাড়ার জংলি বিল্লি।একাধিক হলিউড ছবির পাশাপাশি মার্ভলস্ খ্যাত পরিচালক রুশো ব্রাদার্সের তৈরি স্পাই থ্রিলার ওয়েব সিরিজ সিটাডেল-এর শ্যুটিংও সেরেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী।বিগত ২০২১ থেকেই বারবার বিনোদুনিয়ায় সংবাদের শিরোনামে উঠে এসেছে প্রিয়াঙ্কা চোপড়ার নাম।সৌজন্যে তাঁর ডেবিউ ওয়েব সিরিজ সিটাডেল।শেষ পর্যন্ত আগামী ২৮এপ্রিল থেকেই শুরু হচ্ছে সিরিজের স্ট্রিমিং।মুক্তি পেয়ে গিয়েছে সিটাডেল-এর ট্রেলারও।সিরিজে যে প্রিয়াঙ্কার অ্যাকশন প্যাক্ট পারফর্মেন্স যে অন্যতম আকর্ষণ হতে চলেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।ইংরেজির পাশাপাশি ভারতে হিন্দি ও সবকটি দক্ষিণী ভাষায় সিটাডেল দেখার সুযোগ পাবেন দর্শক।

RELATED ARTICLES

Most Popular