দীর্ঘদিন পর বলিউড ছবির গানে শোনা গেল এ আর রহমানের মোহময় কন্ঠ।আগামী ২৯এপ্রিল বড়পর্দায় আসছে টাইগার শ্রফের নতুন ছবি ‘হিরোপন্তি ২’।শনিবার মুক্তি পেল ছবির নতুন গান দফা কর।‘হিরোপন্তি ২’-এর সব গানেই শোনা যাবে এ আর রহমানের সুর।ছবির এই দুর্দান্ত গানটি গেয়েওছেন অস্কার বিজেতা সুরকার।তাঁর সঙ্গে গানে গলা মিলিয়েছেন হিরাল ভিরাদিয়া।আহমেদ খান পরিচালিত হিরোপন্তি ২ তে টাইগারের বিপরীতে রয়েছেন তারা সুতারিয়া।ছবির ভিলেনের চরিত্রে নজর কাড়বেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।ছবি মুক্তি পেতে এখনও অনেকদিন বাকি।তার আগে আসুন ডুব দেওয়া যাক রহমানের সুরেলা জাদুতে।
Html code here! Replace this with any non empty text and that's it.