Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনএবার থেকে অনলাইনেই শ্যুটিং-এর অনুমতি

এবার থেকে অনলাইনেই শ্যুটিং-এর অনুমতি

Follow Us :

দার্জিলিং-এর টয় ট্রেনের হাতছানি ভোলা যায় না। পাহাড়ি শহরের অন্যতম আকর্ষণ এই টয় ট্রেন।  বাস্তবে তো বটেই পর্দাতেও টয় ট্রেনের আকর্ষণ কিছু কম নয়। এতদিন দার্জিলিং-এর  টয় ট্রেনে নিয়ে কোনও শ্যুটিং করতে গেলে পাহাড়ে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে হতো। তবেই মিলত শ্যুটিং-এর অনুমতি। তবে এবার সেই নিয়মেই খানিকটা শিথিলতা আনল রেল কর্তৃপক্ষ। এবার থেকে দার্জিলিং-এ শ্যুটিং করতে গেলে আর সশরীরে শ্যুটিং-এর অনুমতি চাইতে দার্জিলিং যেতে হবে না। বরং অনলাইনেই নির্দিষ্ট সাইটে আবেদন পত্র জমা দেওয়া যাবে। অনলাইনেই মিলবে শ্যুটিং সংক্রান্ত অনুমতিও। এমনকি শ্যুটিং শুরুর আগে প্রদেয় অর্থও অনলাইনে জমা দেওয়া যাবে।

এতদিন  দেশের না না প্রান্ত এবং বিদেশ থেকে বারবার দার্জিলিং যাওয়া এবং শ্যুটিং-এর অনুমতি নেওয়া খুব একটা সহজ ছিল না। এবার সেই পথই সহজ  হল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। নতুন নিয়ম চালু হলে শ্যুটিং-এর অনুমতি পাওয়ার পুরো পদ্ধতিটাও যথেষ্ট স্বচ্ছ থাকবে বলেই মনে করা হচ্ছে। ঘুম, দার্জিলিং, রংটং স্টেশন সহ পাহাড়ি শহরের একাধিক স্টেশনে বহু হিন্দি, বাংলা এবং অন্যান্য প্রাদেশিক ছবির শ্যুটিং হয়েছে। পদ্ধতি সহজ হওয়ায় আরও অনেক ছবিতে দার্জিলিং উঠে আসবে বলেই আশা সিনেপ্রেমীদের।

RELATED ARTICLES

Most Popular