Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদননতুন বছরেও ফিকে বাদশা ম্যাজিক?

নতুন বছরেও ফিকে বাদশা ম্যাজিক?

বিশ্বব্যাপী ৪০০ কোটির ঘরে পৌঁছালো শাহরুখের 'ডাঙ্কি'

Follow Us :

মুম্বই: দীর্ঘ বিরতির পর, ২০২৩-এ প্রথমে ‘পাঠান’, তারপর ‘জওয়ান’ এবং বছর শেষে ‘ডাঙ্কি’ দিয়ে অনুরাগীদের চমকে দিয়েছেন বলিউড বাদশা। বক্স অফিসে ‘পাঠান’ ও ‘জওয়ান’ ১০০০ কোটির ব্যবসা করলেও ‘ডাঙ্কি’ (Dunki) সেইভাবে লাভের মুখ দেখাতে পারল না। কমেডি ড্রামা ঘরানার এই ছবি নিয়ে মুক্তির প্রথম দিনে দর্শকদের উন্মাদনা দেখে বক্স অফিসে যে ব্যাপক আয়ের আশা করা হয়েছিল, নতুন বছরের শুরুতেও সেই আশা পূরণ হলনা।

২১ ডিসেম্বর মুক্তির পর দেখতে দেখতে বক্স অফিসে ১২ দিন পার করল কিং খানের ‘ডাঙ্কি’। সম্প্রতি রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে ছবির বক্স অফিস কালেকশনের পোস্টার এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। ১৩ তম দিনে বক্স অফিস রিপোর্ট বলছে, বিশ্বব্য়াপী ৪০০ কোটির ব্যবসা করেছে এই ছবি। অন্যদিকে, মুক্তির পর ১১ দিনের মাথায় প্রভাসের ‘সালার’-এর বিশ্বব্য়াপী কালেকশন দাঁড়িয়েছে ৬৪৪ কোটি টাকা। সুতরাং বক্সঅফিসে প্রভাসের (Prabhas) ‘সালার’ (Salaar)-এর থেকে অনেকটাই পিছিয়ে শাহরুখের ‘ডাঙ্কি’।

আরও পড়ুন: শেষবারের মতো বলছি শুভরাত্রি-মঞ্চ ছাড়লেন বিগ বি!

১২০ কোটি টাকা বাজেটের কিং খানের এই ছবি বিশ্বব্য়াপী ৪০০ কোটি কালেকশনের পরিপ্রেক্ষিতে, বক্স অফিসে (Boxoffice) ভালোই ব্যবসা করছে বলাই যায়।তবে যতই ফিকে হোক না কেন বক্স অফিস কালেকশন, কমেডি ড্রামা ঘরানার ছবি ‘ডাঙ্কি’ নিয়ে অনুরাগীরা বলছেন, শাহরুখ (Shah Rukh Khan) আর রাজকুমার হিরানির (Rajkumar Hirani) কেরিয়ারের সেরা ছবি এটাই।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular