Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনখাবার পর নিজের দাড়িতেই হাত মুছতেন তিনি

খাবার পর নিজের দাড়িতেই হাত মুছতেন তিনি

Follow Us :

চলতি সপ্তাহেই শুক্রবারের এপিসোডের ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৩ নম্বর সিজনে দেখা যাবে হট সিটে বসে রয়েছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি ও প্রতীক গান্ধী। ইতিমধ্যেই সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষের তরফে কেবিসির এই এপিসোডের নতুন প্রোমো সামনে আনা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে তিনজনের আড্ডা চলাকালীন ‘স্ক্যাম ১৯৯২’ সিরিজ খ্যাত অভিনেতা প্রতীক বিগ-বিকে প্রশ্ন করতে চাইছেন।

আরও পড়ুন: কেবিসিতে অমিতাভকেই প্রশ্ন, ‘আপনি ঠিকঠাক আয়কর জমা দেন তো?’

ওয়েব সিরিজে ‘হর্ষদ মেহেতা’ চরিত্রের অভিনেতা একটু মশকরা করে অমিতাভকে বলেন, ‘জবাব সঠিক হলেও কিন্তু অর্থকরী কোন পুরস্কার পাবেন না। কোন লাইফ লাইন নেই’। সব শুনে হাসি মুখে রাজি হয়ে যান কেবিসির সঞ্চালক। সময় নষ্ট না করে প্রতীক বিগ বিকে প্রশ্নবাণ ছুটতে শুরু করেন। তিনি বলেন এমনকি কখনো হয়েছে যে টিভি দেখতে দেখতে রিমোট ঠিক মতন কাজ করছে না তখন সেটা নিয়ে শুধু নাড়াচাড়া নয় দুমদাম হাতের তালুতে মারতে শুরু করেছেন কখনো?

 

অথবা নিজের পুরনো পোশাককে ঘরের ন্যাতায় পরিণত করেছেন? অথবা ধরুন খাওয়া-দাওয়ার পর হাত না ধুয়ে এক হাত নিজের প্যান্টে মুছে ফেলেছেন? এসব কাজ কি কখনো আপনি করেছেন? প্রতীকের মুখে এসব শুনে বিগবি একটু চমকে যান। ভাবতে পারেননি এই ধরনের প্রশ্নবাণ তার দিকে উড়ে আসবে। কিছুক্ষণ দুজনের দিকে তাকিয়ে হেসে ফেললেন শাহেনশা। তিনি বললেন ওসব কিছু না করলেও, একবার তিনি যখন চাপ দাড়ি রেখে ছিলেন তখন খেয়েদেয়ে দাড়িতে হাত মুছে ফেলতেন তিনি। অমিতাভের এমন উত্তরের কল্পনাও করেননি প্রতীক কিংবা পঙ্কজ। বিগ-বির এহেন আচরণের কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়েন তাঁরা। দর্শক কুলের হাততালি ততক্ষণে ভাসিয়ে দিয়েছে অনুষ্ঠান। আর মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে কেবিসির এই প্রোমো।

 

RELATED ARTICLES

Most Popular