Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনবাবাকে হারালেন জেনিফার অ্যানিস্টন,আবেগঘন পোস্ট

বাবাকে হারালেন জেনিফার অ্যানিস্টন,আবেগঘন পোস্ট

Follow Us :

কিছুদিন আগেই আক্ষেপের সুর শোনা গিয়েছিল হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানস্টনের গলায়। সন্তান না হওয়ার কারণেই নাকি তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছিল হলিউডের নামজাদা অভিনেতা ব্র্যাড পিটের। 

আরো পড়ুন: Mehran Karimi Nasser Spielberg Terminal Man Died: স্পিলবার্গের ‘টার্মিনাল ম্যান’ প্রয়াত

সেই আক্ষেপের সুর কাটতে না কাটতেই আবার নতুন করে দুঃখ নেমে এলো জেনিফারের জীবনে। এমি অ্যাওয়ার্ড জয়ী অভিনেতা জন অ্যান্থনি অ্যানিস্টন মারা গেলেন। সম্পর্কে যিনি জেনিফারের বাবা। সম্প্রতি এই মার্কিন অভিনেতা ৮৯ বছর বয়সে প্রয়াত হয়েছেন।‘ডেস অব আওয়ার লাইভস’খ্যাত বরেণ্য অভিনেতা জন অ্যানিস্টনের মেয়ে জনপ্রিয় হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। বাবাকে হারিয়ে ভেঙে পড়েছেন তিনি। এ নিয়ে অফিশিয়াল ইনস্টাগ্রামে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন।

জেনিফার তার পোস্টে বলেন—‘আমার জানা সবচেয়ে সুন্দর মনের মানুষদের মধ্যে আপনি একজন। গত ১১ নভেম্বর কোনোরকম কষ্ট পাওয়া ছাড়াই আপনি শান্তিতে স্বর্গে চলে গেছেন। এজন্য আমি কৃতজ্ঞ। আপনি সবসময় সঠিক সময় নির্ধারণ করেছেন! এই দিনটি সারাজীবন আমার কাছে অর্থবহ হয়ে থাকবে। জীবনের শেষ মুর্হূত পর্যন্ত আপনাকে ভালোবাসবো। আমাকে দেখতে আসতে ভুলবেন না!’১৯৩৩ সালের ২৪ জুলাই গ্রিসে জন্মগ্রহণ করেন জন অ্যানিস্টন। তার যখন ২ বছর বয়স, তখন তার বাবা-মা তাকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। ১৯৬২ সালে অভিনয়ে নাম লেখান জন। তারপর অসংখ্য জনপ্রিয় কাজ উপহার দিয়েছেন তিনি।জন অ্যানিস্টন অভিনীত উল্লেখযোগ্য কাজগুলো হলো—‘মিশন: ইম্পসিবল’, ‘সার্চ ফর টুমোরো’, ‘ডেস অব আওয়ার লাইভস’ প্রভৃতি।

RELATED ARTICLES

Most Popular